গাজায় তীব্র ক্ষুধা ও অপুষ্টির কারণে শহীদের সংখ্যা বেড়ে ৪০০

0
90

গাজায় দখলদার ইসরায়েলের নির্মমতা ও মানবিক সংকট দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টে প্রকাশিত হয়েছে যে, ১০ সেপ্টেম্বর, বুধবার ক্ষুধা ও অপুষ্টির কারণে আরও ৫ জন শহীদ হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। এতে গাজায় ক্ষুধা ও অপুষ্টিজনিত মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৪ জনে, যার মধ্যে ১৪১ জনই শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে, অব্যাহত অবরোধ ও খাদ্য ঘাটতির কারণে শিশুদের জীবন সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন—যদি জরুরি সহায়তা দ্রুত না পৌঁছায়, তবে আসন্ন দিনগুলোতে মৃত্যুর হার ভয়াবহ রূপ নিতে পারে।

আন্তর্জাতিক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সম্প্রতি সতর্ক করে জানিয়েছে, গাজায় পুষ্টিহীনতার হার এমন এক মাত্রায় পৌঁছেছে যা আধুনিক ইতিহাসে নজিরবিহীন। তারা বলছে, প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রবাহে বাধার কারণে শিশুদের বাঁচানো ক্রমেই অসম্ভব হয়ে পড়ছে।

গাজায় যা ঘটছে তা আর কেবল সামরিক আগ্রাসন নয়—এটি একটি মানবিক ও নৈতিক বিপর্যয়। গাজায় বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা শুধু একটি যুদ্ধ নয়, এটি এক নিঃশব্দ গণহত্যা। এই পরিস্থিতি কেবল শিশুদের বর্তমান জীবনই নয়, ভবিষ্যতও ধ্বংস করছে। যুদ্ধের ভয়াবহ ছাপ, মানসিক ট্রমা ও অপুষ্টিজনিত রোগে শিশুদের একটি প্রজন্ম হারিয়ে যাওয়ার ঝুঁকিতে।


তথ্যসূত্র:
1. غزه کې د لوږې له کبله د شهیدانو شمېر تر ۴۰۰ واوښت
– https://tinyurl.com/ej78m5v8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে বর্বর ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩৫
পরবর্তী নিবন্ধগাজায় ত্রাণ নিরাপত্তার দায়িত্বে “ক্রুসেডার” প্রতীকধারী ইসলাম-বিদ্বেষী মার্কিন বাইকার গ্যাং