
মৌলভীবাজারের বড়লেখার বড়াইল সীমান্ত দিয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে নারী-শিশুসহ ২০ জন রোহিঙ্গা মুসলিম ও এক তৃতীয় লিঙ্গের বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে স্থানীয়দের সহযোগিতায় লাতু বিওপির বিজিবি টহল দল তাদের আটক করে।
আটকদের মধ্যে রয়েছেন ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ১২ জন শিশু। তবে বিজিবি এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। পুলিশও জানিয়েছে, বিজিবি থানায় কাউকে হস্তান্তর করেনি।
স্থানীয় সূত্র গণমাধ্যমকে জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে আতুয়া গ্রামের মূল সড়ক দিয়ে শাহবাজপুর বাজারমুখী ২১ জনকে পায়ে হেঁটে যেতে দেখে গ্রামবাসী। তারা বিষয়টি উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদকে জানায়। চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয়- বিএসএফ বড়াইল সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। এরপর বিজিবি এসে তাদের আটক করে নিয়ে যায়।
তথ্যসূত্র:
১. সীমান্তে ২১ জনকে পুশইন
-https://tinyurl.com/5dsmeyat


