মৌলভীবাজার সীমান্তে নারী ও শিশুসহ ২১ জনকে পুশ ইন করলো বিএসএফ

0
30

মৌলভীবাজারের বড়লেখার বড়াইল সীমান্ত দিয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে নারী-শিশুসহ ২০ জন রোহিঙ্গা মুসলিম ও এক তৃতীয় লিঙ্গের বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে স্থানীয়দের সহযোগিতায় লাতু বিওপির বিজিবি টহল দল তাদের আটক করে।

আটকদের মধ্যে রয়েছেন ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ১২ জন শিশু। তবে বিজিবি এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। পুলিশও জানিয়েছে, বিজিবি থানায় কাউকে হস্তান্তর করেনি।

স্থানীয় সূত্র গণমাধ্যমকে জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে আতুয়া গ্রামের মূল সড়ক দিয়ে শাহবাজপুর বাজারমুখী ২১ জনকে পায়ে হেঁটে যেতে দেখে গ্রামবাসী। তারা বিষয়টি উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদকে জানায়। চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয়- বিএসএফ বড়াইল সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। এরপর বিজিবি এসে তাদের আটক করে নিয়ে যায়।


তথ্যসূত্র:
১. সীমান্তে ২১ জনকে পুশইন
-https://tinyurl.com/5dsmeyat

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ জুলাই শহীদদের সঙ্গে গাদ্দারি: ইত্তিহাদুল উলামা
পরবর্তী নিবন্ধপুলিশের মাসিক ভোজসভায় যুবলীগ সভাপতি