
পুলিশের মাসিক ভোজসভায় দাওয়াতি মেহমান হিসেবে যোগ দেয় যুবলীগের সভাপতি মোক্তার হোসেন বেপারী। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহলে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা দক্ষিণ থানার ডাইনিং রুমে এ ঘটনা ঘটে।
জানা যায়, পুলিশ প্রতি মাসেই একবার ভোজের আয়োজন করে। এবারের ভোজ সভায় থানার পুলিশ সদস্য, অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন আমন্ত্রিত ছিল। সভায় দাওয়াতি মেহমান হিসেবে উপস্থিত হয়ে ভোজে অংশ নেয় নাওডোবা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোক্তার বেপারী। এ সময় কেউ একজন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহলে তৈরি হয় ব্যাপক ক্ষোভ ও সমালোচনা। তবে পুলিশ জানিয়েছে, তারা জানত না যে মোক্তার বেপারী আওয়ামী লীগ নেতা।
তথ্যসূত্র:
১. পুলিশের ভোজসভায় যুবলীগ সভাপতি
– https://tinyurl.com/5epe2hc8


