
মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিডং শহরের ইওয়াত নিউ টাউং গ্রামে নুরবি নামে চল্লিশোর্ধ এক মুসলিম নারীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, তাকে প্রথমে অপহরণ করে বৌদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী ‘আরাকান আর্মি’র সদস্যরা, পরে গণধর্ষণ করে হত্যা করা হয়।
গত ১০ সেপ্টেম্বর আরাকান নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, তিনি গত ১ সেপ্টেম্বর পাওনা টাকা আনতে কাছের কিন টাউং গ্রামে গিয়েছিলেন। ফেরার পথে তল্লাশিচৌকিতে আরাকান আর্মি তাকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, তার টাকা ছিনিয়ে নেওয়ার পর তাকে গণধর্ষণ করে হত্যা করা হয়। পরে তার লাশ ইওয়াত নিউ গ্রামে একটি পানির ট্যাংকে ফেলে দেওয়া হয়।
স্বজনদের অভিযোগ, ঘটনাটি আরাকান আর্মির আঞ্চলিক কমান্ডার জানতো। সে তাদেরকে ধৈর্য ধরতে বলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মিথ্যা আশ্বাস দেয়। এবং সে লাশ পরিবারকে হস্তান্তর করেনি; বরং কয়েকজন রোহিঙ্গাকে ডেকে এনে তড়িঘড়ি করে দাফন করতে বাধ্য করা হয়।
উল্লেখ্য যে, আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকায় রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়ে আসছে। মিথ্যা অভিযোগে ঘরে তালা ঝুলানো, সম্পত্তি বাজেয়াপ্ত, উচ্ছেদ ও চলাচলে কঠোর নিষেধাজ্ঞা তাদের দৈনন্দিন জীবনের অংশে পরিণত হয়েছে। প্রতিটি রোহিঙ্গা গ্রামে এখন প্রবেশ ও বের হওয়ার পথে কড়া তল্লাশিও চালানো হয়।
তথ্যসূত্র:
1. Rohingya elderly woman robbed and killed by Arakan militia member
– https://tinyurl.com/43wxk9yr



আরাকান নিয়ে আপনাদের আরো বেশি বেশি লেখালেখি করা উচিত। আরাকান আমাদের দ্বিতীয় গাজ্জা। আমাদের পাশে থাকার পরেও আমরা তাদের জন্য কিছুিই করতে পারছি না। আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। তাই আল্লাহর ওয়াস্তে আরো বেশি বেশি লেখালেখি করুন।