বান্দরবানে মিয়ানমার সীমান্তে তীব্র গুলির শব্দ, আতঙ্কিত এলাকাবাসী

1
38

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে আবারো গোলাগুলির ঘটনা ঘটেছে। মিয়ানমারের ভেতর থেকে আসা গোলাগুলির শব্দে সীমান্ত এলাকার সাধারণ মানুষ ভয়ে রাত জেগে কাটিয়েছেন। সীমান্ত এলাকার অনেক বাসিন্দা ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করেছে। অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য দূরে কোথাও নিকটাত্মীয়দের কাছে ছুটে গেছে বলেও সূত্রে জানা গেছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে রাত ২টা পর্যন্ত টানা প্রায় আধাঘণ্টা ধরে থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তুমব্রু এলাকার বাসিন্দা জনৈক আবসার গণমাধ্যমকে জানান, রাত দেড়টার দিকে হঠাৎ করে সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে গুলির শব্দে চারদিক কেঁপে ওঠে। এরপর একপর্যায়ে বিকট বিস্ফোরণের মতো শব্দও শোনা যায়, যা মর্টার শেলের বিস্ফোরণ হতে পারে বলে মনে করছেন অনেকে।

স্থানীয় গণমাধ্যমকর্মী ফারুক জানান, মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন দুটি ক্যাম্প— ‘রাইট’ ও ‘লেফট’ তুমব্রু— এর কাছ থেকে গুলির শব্দ আসছিল। এই ক্যাম্পগুলো ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাদের কাছ থেকে দখল করে নেয় আরাকান আর্মি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে আরাকান আর্মি দাবি করেছিল যে তারা মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন অংশের পুরো ২৭১ কিলোমিটার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।


তথ্যসূত্র:
১. ঘুমধুম সীমান্তের মিয়ানমার অংশে ফের গোলাগুলি
– https://tinyurl.com/yc6ck58d

১টি মন্তব্য

  1. হে আল্লাহ আমাদেরকে এখনো জেগে ওঠার তৌফিক দান করো। আর কতদিন আমরা ঘুমিয়ে থাকবো? আমাদের পার্শ্ববর্তী দেশ জালিমদের পেটের ভেতর হারিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ৫৩ ফিলিস্তিনিকে হত্যা, গুঁড়িয়ে দেওয়া হলো ১৬ ভবন
পরবর্তী নিবন্ধযৌনপল্লী থেকে গ্রেফতার হত্যা মামলার আসামি যুবলীগ নেতা