বিপদসীমার উপরে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪ টি জলকপাট

0
32

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বেড়ে গেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৮ সেন্টিমিটার। যা বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, রবিবার (১৪সেপ্টেম্বর) সকাল ৬টায় তিস্তার পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচে ছিলো। দুপুরের পর থেকে পানি ক্রমেই বাড়তে থাকে। রাত ৯টায় তা বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচে ছিলো। সকালে আরও পানি বেড়ে বিপদসীমার অতিক্রম করে।

হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা পাড়ের নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু জায়গায় ইতোমধ্যেই পানি ঢুকে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


তথ্যসূত্র:
১. তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেয়া হয়েছে ব্যারেজের ৪৪টি জলকপাট
– https://tinyurl.com/2yvefxyd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযৌনপল্লী থেকে গ্রেফতার হত্যা মামলার আসামি যুবলীগ নেতা
পরবর্তী নিবন্ধকৃষি হিমাগার স্থাপনে বিনিয়োগ করলে আগামী ৫ বছর কর ছাড় দিবে ইমারতে ইসলামিয়া