
কৃষকদের ফসল সংরক্ষণে ব্যবহৃত হিমাগার সুবিধা স্থাপনে কেউ বিনিয়োগ করলে আগামী ৫ বছরের জন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীর কর ছাড় প্রদান করবে ইমারতে ইসলামিয়া প্রশাসন। ১৫ই সেপ্টেম্বর অনুষ্ঠিত ইমারতে ইসলামিয়ার জাতীয় অর্থনৈতিক কমিশনের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
পরোক্ষভাবে কৃষকদের অর্থনৈতিক ক্ষতি থেকে বাঁচাতে এই উদ্যোগ গ্রহণ করেছেন কমিশনের সভাপতি উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার হাফিযাহুল্লাহ।
তিনি উল্লেখ করেন, দেশে কৃষিপণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার সুবিধার অভাব রয়েছে, এদিকে প্রতিবেশ দেশগুলো কৃষিজ পণ্যের উপর অতিরিক্ত মৌসুমি শুল্ক আরোপ করছে, পাশাপাশি বাণিজ্য রুট বন্ধ থাকলে কৃষিপণ্য রপ্তানি বাঁধাগ্রস্ত হয়ে থাকে। ফলে কৃষক ও দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এই সকল সমস্যা মোকাবেলা করতে দেশে হিমাগার সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন, তাই বিনিয়োগকারীদের উৎসাহিত করতে করছাড়ের এই উদ্যোগ হাতে নেয়া হয়েছে।
সভায় গজনি প্রদেশে একটি হিমাগার ও একটি কৃষিপণ্য প্রক্রিয়াকরণ কারখানা নির্মাণের পরিকল্পনাও অনুমোদন করেছেন মোল্লা বারাদার হাফিযাহুল্লাহ, যা প্রদেশটির কৃষি, সেচ ও প্রাণিসম্পদ বিভাগের আওতাধীন জমিতে নির্মিত হবে।
তথ্যসূত্র:
1. Investors in Cold Storage Facilities to Receive Five-Year Tax Exemption
– https://tinyurl.com/59vfejsy


