
জরুরি প্রয়োজনে ব্যবহারের পূর্ব প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের বাগলান প্রদেশে বিশেষায়িত গুদামঘরে মোট ১৬ হাজার টন গম সংরক্ষণ করা হয়েছে।
প্রদেশটির কৃষি বিভাগের প্রধান মৌলভী আব্দুল করিম হুজাইফা হাফিযাহুল্লাহ জানান, সংরক্ষিত গমের মধ্যে বাগলানের বিভিন্ন অঞ্চল থেকে ৭ হাজার টনের অধিক গম আনা হয়েছে, এছাড়া কুন্দুজ প্রদেশ থেকে ৫ হাজার টনের অধিক এবং তাখার প্রদেশ থেকে আনা হয়েছে ৩ হাজার টনের অধিক গম। এই গম বাগলান প্রদেশের বিশেষায়িত গুদামঘরে সংরক্ষণের জন্য আনা হয়েছে।
তিনি আরও বলেন, এই গম জরুরি পরিস্থিতিতে বাগলান জনগণের চাহিদা পূরণের জন্য ব্যবহৃত হবে, বিশেষ করে যখন গমের ঘাটতি বা সহজলভ্যতার অভাব দেখা দেবে।
এই উদ্যোগের প্রতি সমর্থন প্রকাশ করেছেন স্থানীয় কৃষকগণ। কৃষকদের থেকে গম ক্রয় ও অতিরিক্ত গম গুদামঘরে সংরক্ষণের এই কর্মসূচি আত্মনির্ভরশীল হওয়ার পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে তারা বিবেচনা করছেন।
তথ্যসূত্র:
1. 16,000 Tons of Wheat Stored in Baghlan Silo
– https://tinyurl.com/mrxnama9


