জাবিপ্রবিতে হলে সিট দখল নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ; ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ

0
27

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) আবাসিক হলে সিট দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে অন্য নেতাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নেতার লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

লিখিত অভিযোগে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদ এবং তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ও যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ দুজন মিলে সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক ইকরাম হোসেনের রুম (হল-২০৩ নম্বর) এ প্রবেশ করে। সেখানে একটি সিট দখলকে কেন্দ্র করে বিরোধে জড়িয়ে পড়ে তারা।

অভিযোগে ইকরাম হোসেন উল্লেখ করে, উক্ত সিটে আগে সমাজকর্ম বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী সোহান ও রাশেদ অবস্থান করত। বর্তমানে হলে নতুন করে কোনো সিট বরাদ্দের ওপর নিষেধাজ্ঞা থাকায় সে সেখানে নতুন কাউকে উঠতে দিতে রাজি হয়নি। কিন্তু অভিযুক্তরা জোর করে সিএসই বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদল সদস্য মো. জোবাইদ হোসাইনকে ওই সিটে তোলার চেষ্টা করন। এ সময় ইকরাম নিজের কিছু ব্যক্তিগত জিনিস সরাতে গেলে তাদের বাধা দেয়। ধমকাধমকি ও বাকবিতণ্ডার এক পর্যায়ে উত্তেজনা তৈরি হয়।

অভিযোগে আরও বলা হয়, তখন ছাত্রদল সদস্য জোবাইদ হোসাইন সিটের ওপর রাখা একটি ছুরি তুলে নিয়ে ইকরাম হোসেনকে হত্যার উদ্দেশ্যে আক্রমণের চেষ্টা করে। তবে উপস্থিত অন্যরা জোবাইদকে আটকে দেয় এবং পরে তাকে রুমের বাইরে নিয়ে যায়।


তথ্যসূত্র:
১. হল সিট দখল নিয়ে ছাত্রদলের দুই নেতার সংঘর্ষ, ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ
– https://tinyurl.com/3dwmt286

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় নির্মম গণহত্যা ঢাকতে আরও ২ সাংবাদিককে হত্যা করল বর্বর ইসরায়েল
পরবর্তী নিবন্ধকাশ্মীরে ৩০০’র বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ভারতীয় প্রশাসন