আরাকানে মুসলিম গ্রামে লুটপাট ও অগ্নিসংযোগ করলো সন্ত্রাসী আরাকান আর্মি

0
60

মিয়ানমারের উত্তর আরাকান রাজ্যের মংডু শহরের হুইল্লাবাহ গ্রামে মুসলিম জনগোষ্ঠীর ওপর নতুন করে সহিংসতা চালানোর অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, বৌদ্ধ সন্ত্রাসী গোষ্টী আরাকান আর্মির (এএ) যোদ্ধারা স্থানীয় বৌদ্ধ বেসামরিকদের সঙ্গে মিলে মুসলিমদের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে অন্তত তিনটি মুসলিম মালিকানাধীন বাড়িতে হামলা চালানো হয়। এ সময় মূল্যবান সামগ্রী, মজুদকৃত খাদ্য ও গৃহস্থালি জিনিসপত্র লুট করে নেওয়া হয়।

একই দিন রাত প্রায় ১১টার দিকে আরও চারটি পরিবারের ঘরে অগ্নিসংযোগ করা হয়। গ্রামবাসীরা জানান, আতঙ্ক ছড়াতে ও উচ্ছেদ বাড়াতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। ভয় পেয়ে অনেকেই পাশের এলাকায় পালিয়ে যান।

একজন রোহিঙ্গা বাসিন্দা বলেন, ‘তারা আমাদের বাড়িতে ঢুকে সব নিয়ে যায়। পরে রাতে ফিরে এসে ঘরবাড়ি পুড়িয়ে দেয়। আমরা আতঙ্কে আছি। কোথাও যাওয়ার জায়গা নেই, কোনও নিরাপত্তা নেই।’

আরেকজন বাসিন্দা জানান, ‘আগুন ধরিয়ে দেওয়ার পর রাতের অন্ধকারে শিখা উঠতে দেখি। আক্রমণকারীরা আবার ফিরবে কি না ভেবে আমরা পালিয়ে যাই।’

এই ঘটনায় একাধিক পরিবার বাস্তুচ্যুত হয়েছে। মংডুতে চলমান বিধিনিষেধ ও সীমিত যোগাযোগ ব্যবস্থার কারণে স্বাধীনভাবে তথ্য যাচাই কঠিন হলেও স্থানীয়রা আশঙ্কা করছেন, রোহিঙ্গাদের তাদের গ্রাম থেকে উচ্ছেদ করার পরিকল্পনার অংশ হিসেবেই এ ধরনের হামলা চালানো হচ্ছে।


তথ্যসূত্র:
1. Rohingya Homes Looted and Set on Fire in Maungdaw
– https://tinyurl.com/5bsvrn4a

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় তীব্র হামলা চালাচ্ছে দুর্বৃত্ত ইসরায়েল, নিহত আরও শতাধিক
পরবর্তী নিবন্ধআসামে ‘বিদেশি’ তকমা পেয়ে আটক কেন্দ্রে বয়স্ক মুসলিম ব্যক্তির মৃত্যু