আসামে ‘বিদেশি’ তকমা পেয়ে আটক কেন্দ্রে বয়স্ক মুসলিম ব্যক্তির মৃত্যু

0
38

বিদেশি আখ্যা দিয়ে গ্রেপ্তারের কয়েক মাস পর ভারতের আসামের মাটিয়া আটক কেন্দ্রে (ডিটেনশন সেন্টার) ৫৬ বছর বয়সী এক বাঙালি মুসলিমের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আমজাদ আলী, তিনি বরপেটা জেলার রৌমারি গ্রামের বাসিন্দা।

গত ১৬ সেপ্টেম্বর দ্য অবজারভার পোস্ট এক প্রতিবেদনে জানায়, গত মে মাসে বিদেশি সন্দেহভাজনদের ধরপাকড় অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয়। ডিটেনশন সেন্টারে থাকাকালীন অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে গোয়ালপাড়া সিভিল হাসপাতালে এবং পরে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় চিকিৎসকরা নিশ্চিত করেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত।

মৃত ব্যক্তির পরিবার তার স্বাস্থ্যের অবনতির কারণ দেখিয়ে মুক্তির আবেদন জানালেও হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত গত ১৪ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তিনি মা, স্ত্রী এবং সাত সন্তান রেখে গেছেন।

এর আগে চলতি বছরের এপ্রিলে ৪২ বছর বয়সী মো. আব্দুল মতলিব নামে আরেক মুসলিম ডিটেনশন সেন্টারে মারা যান, ফলে মাটিয়া ডিটেনশন সেন্টারে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। সরকারি তথ্য অনুসারে, ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে আসাম আটক কেন্দ্রগুলিতে অবৈধ বিদেশি আখ্যা দেয়া ৩১ জন ব্যক্তি মারা গেছেন।


তথ্যসূত্র:
1. 56-Year-Old Muslim Man Dies in Assam Detention Centre Months After Being Declared Foreigner
– https://tinyurl.com/bdzyjmms

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআরাকানে মুসলিম গ্রামে লুটপাট ও অগ্নিসংযোগ করলো সন্ত্রাসী আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধইয়েমেনে দুর্বৃত্ত ইসরায়েলের ধারাবাহিক হামলা, নিহত বহু বেসামরিক