
ফিলিস্তিনি বন্দি সমিতি (পিপিএস) জানিয়েছে, চলমান সপ্তাহের শুরু থেকে দখলদার ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরজুড়ে অন্তত ১২০ জন ফিলিস্তিনিকে আটক করেছে। আটককৃতদের মধ্যে নারী, শিশু, সাবেক বন্দি এবং এমনকি জিম্মিও রয়েছে।
পিপিএস এক বিবৃতিতে জানায়, পশ্চিম তীরে দমন-পীড়নমূলক অভিযান আরও তীব্র করছে ইসরায়েল। আটক অভিযানগুলো প্রধানত হেবরন, জেনিন, ক্বালকিলিয়া ও নাবলুস গভর্নরেটগুলোতে পরিচালিত হচ্ছে। শুধু ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত অন্তত ৩০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
সংগঠনটি জানায়, ইসরায়েলি অভিযানের সময় নির্বিচারে গুলি চালিয়ে হত্যা, বাড়িঘর ধ্বংস, ভাঙচুর, সহিংস জিজ্ঞাসাবাদ ও নির্মম প্রহারের ঘটনা ঘটছে। পাশাপাশি ফিলিস্তিনিদের জিম্মি করেও নিয়ে যাওয়া হচ্ছে।
পিপিএসের তথ্য অনুযায়ী, চলমান আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিম তীরে মোট আটক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৯ হাজারে। এদের মধ্যে ৫৯০ জনের বেশি নারী এবং প্রায় দেড় হাজার শিশু রয়েছে। তবে এই পরিসংখ্যানের মধ্যে গাজা থেকে আটক হাজারো ফিলিস্তিনিকে ধরা হয়নি।
পিপিএস জোর দিয়ে বলেছে, গাজায় চলমান আগ্রাসনের সঙ্গে সমন্বয় করেই পশ্চিম তীরে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এটি মূলত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একযোগে দমন-পীড়নের অংশ।
তথ্যসূত্র:
1. Over 120 Palestinians detained in West Bank since start of week, says PPS
– https://tinyurl.com/3t6tjrxk


