
ব্যাপকমাত্রার দুর্ভিক্ষ এবং নজরদারির মাঝেও আল-কাসসাম ব্রিগেডের নেতৃত্বে ফিলিস্তিন ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ দলগুলো গাজায় দখলদার ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ফলে অঞ্চলটিতে প্রতিরোধ যোদ্ধাদের নতুন একটি অভিযানে জায়োনিস্ট বাহিনীর অন্তত ১২ সৈন্য হতাহত হয়েছে।
আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুজাহিদিনরা ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার, রাফাহ শহরের দক্ষিণে ফিলাডেলফিয়া এলাকার কাছে একটি সফল অভিযান পরিচালনা করেছেন। জায়োনিস্ট বাহিনী কর্তৃক নিরাপদ এবং সম্পূর্ণরূপে মুক্ত এলাকা হিসাবে চিহ্নিত ফিলাডেলফিয়া করিডোরের কাছে দখলদার সৈন্যদের একটি সামরিক কনভয় লক্ষ্য করে অভিযানটি চালানো হয়েছে। এই অভিযানে মুজাহিদদের শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে কনভয়ে থাকা জায়োনিস্ট সৈন্যদের বহনকারী একটি জিপ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।
ফলশ্রুতিতে জিপটির ভেতরে থাকা ৪ জায়োনিস্ট সৈন্য নিহত হয় এবং আশেপাশে অবস্থান নেওয়া আরও ৮ জায়োনিস্ট সৈন্য আহত হয়। বিস্ফোরণটি এতোটাই শক্তিশালী ছিলো যে, এতে এক জায়োনিস্ট সৈন্যের দেহ টুকরো টুকরো হয়ে পুরো এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ফলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে, তাকে মুজাহিদিনরা বন্দী করে নিয়ে গেছেন।
দখলদার ইসরায়েল হামলায় নিহত ৪ জায়োনিস্ট সৈন্যের পরিচয় নিশ্চিত করে। জানা যায়, মুজাহিদদের হামলার শিকার জায়োনিস্ট সৈন্যরা ইসরায়েলের বাহাদ-১ অফিসার্স স্কুলের ডেকেল ব্যাটালিয়নের সদস্য ছিল। হামলায় নিহত দখলদার সদস্যরা হচ্ছে- মেজর ওমরি চাই বেন মোসে, লেফটেনেন্ট ইরান সেলাম, লেফটেনেন্ট ইতান আভনার বেন ইজহাক এবং লেফটেনেন্ট রোন আরিলি।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/mrmx9ake


