ষষ্ঠবারের মতো গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিলো যুক্তরাষ্ট্র

0
75

গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ৬ বার গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল দেশটি। ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্থাপন করা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাবে ভেটো দেয় তারা। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থায়ী ও অস্থায়ী মিলে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দেয়। খসড়া প্রস্তাবে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ ও জিম্মিদের মুক্তির দাবি তোলা হয়েছিল।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ন্যাশনাল লিখেছে, এ সিদ্ধান্তে ওয়াশিংটনের ইসরায়েলপন্থী অবস্থানের ধারাবাহিকতা প্রতিফলিত হয়েছে। যদিও যুদ্ধ বন্ধের দাবি বিশ্বজুড়ে ক্রমাগত জোরালো হচ্ছে।

ন্যাশনাল লিখেছে, এ বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় বসার পর নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবে দ্বিতীয়বার ভেটো দিল ওয়াশিংটন। আর ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের সময় থেকে এই পর্যন্ত ষষ্ঠবার ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।

গাজায় চলমান সংঘাতের প্রায় ২ বছর হতে চলেছে। এ সময়ের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের শর্ত যুক্ত করে নিরাপত্তা পরিষদে উত্থাপিত ছয়টি প্রস্তাবের ভোটাভুটিতে ভেটো দিয়েছে ওয়াশিংটন।

সর্বশেষ প্রস্তাবটির খসড়ায় গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। একইসঙ্গে অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলকে সব ধরণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ত্রাণ সরবরাহ করতে দেওয়ার কথাও বলা ছিল। এর বিপরীতে খসড়া প্রস্তাবটিতে গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলিদের অবিলম্বে সম্মানজনক মুক্তির শর্তও ছিল।

ওয়াশিংটনের এমন পদক্ষেপে হামাস তীব্র নিন্দা জানিয়েছে এবং একে ‘গণহত্যার অপরাধের সঙ্গে সুস্পষ্টভাবে জড়িত থাকা’ বলে চিহ্নিত করেছে।

গাজা সিটিতে কয়েক দিন ধরে সর্বাত্মক হামলা শুরু করেছে ইসরায়েল। এরই অংশ হিসেবে এ শহরে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে দেশটি। হামলার মুখে গাজা সিটি থেকে ফিলিস্তিনিরা দলে দলে হেঁটে আরও দক্ষিণ দিকে সরে যাচ্ছেন। অনেকে যানবাহন ও গাধায় টানা গাড়িতে গাজা সিটি ছাড়ছেন।

গত কয়েক সপ্তাহে প্রায় সাড়ে তিন লাখ ফিলিস্তিনি গাজা সিটি ছেড়েছেন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, শহরটিতে ইসরায়েলের সাম্প্রতিক হামলা শুরুর আগে কমবেশি ১০ লাখ ফিলিস্তিনি ছিলেন, যাঁদের অনেকে অন্যান্য জায়গা থেকে একাধিকবার স্থানচ্যুত হয়ে সেখানে আশ্রয় নিয়েছিলেন।

উল্লেখ্য, গত দুই বছর ধরে চলা নির্বিচার ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৬৫ হাজার ১৪১। এসময় আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৫ হাজার ৯২৫ জন।


তথ্যসূত্র:
1. US casts 6th veto at United Nations over war in Gaza
– https://tinyurl.com/32tf3n87

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || তিনজন এতিমকে সৎ মায়ের নির্যাতন থেকে উদ্ধার করল ইমারতে ইসলামিয়া প্রশাসন
পরবর্তী নিবন্ধজর্ডান সীমান্তে প্রতিরোধের মুখে জায়োনিস্ট বাহিনী: নিহত ২ দখলদার সৈন্য