
গাজা এবং জর্ডান সীমান্তে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রতিরোধ যোদ্ধাদের ২টি পৃথক হামলার ঘটনায় জায়োনিস্ট বাহিনীর অন্তত ৬ সৈন্য নিহত হয়েছে।
আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রথম হামলাটি সকাল ৯:৩০ টার দিকে দক্ষিণ গাজার রাফা শহরের কেন্দ্রস্থলের কাছে জিন্নাহ এলাকায় চালানো হয়েছে। বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে এই হামলাটি জায়োনিস্ট বাহিনীর একটি কনভয়ের সাথে যুক্ত হামভি সামরিক গাড়ি লক্ষ্য করে চালানো হয়। বিস্ফোরণে সামরিক গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ফলশ্রুতিতে ৪ দখলদার সৈন্য নিহত এবং আরও ৮ সৈন্য গুরুতর আহত হয়। নিহত দখলদার সৈন্যদের মধ্যে একজন কে মেজর এবং তিনজন কে লেফটেন্যান্ট হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিন দ্বিতীয় হামলাটি প্রথম হামলার কয়েক ঘন্টা পরে ঘটে, যা জর্ডান সীমান্তের কিং হুসেইন (অ্যালেনবি) ক্রসিংয়ের কাছে চালানো হয়েছে।
জর্ডান সীমান্তের কিং হুসেইন ক্রসিং দিয়ে প্রবেশকারী একজন ট্রাক চালক প্রথমে একটি হ্যান্ডগান দিয়ে দখলদার ইসরায়েলি সৈন্যদের উপর গুলি চালায়। তারপর তাঁর বন্দুক জ্যাম হয়ে গেলে তিনি জায়োনিস্ট সৈন্যদের ছুরিকাঘাত করেন। এই হামলায় দুই ইসরায়েলি সৈন্য নিহত হয়, যাদের একটিকে লেফটেন্যান্ট কর্নেল এবং অন্যটিকে সার্জেন্ট হিসাবে চিহ্নিত করা হয়েছে।
সূত্রমতে, বরকতময় এই হামলাটি পরিচালনা করেছেন ৫৭ বছর বয়সী জর্ডানের নাগরিক আব্দুল মুত্তালিব কায়েসি। উম্মাহর এই বীর জর্ডানের রাজধানী আম্মানের দক্ষিণ-পশ্চিমে মার্জ আল-হামামের ধহির এলাকার বাসিন্দা ছিলেন। অভিযান সফল করার পর জায়োনিস্ট বাহিনীর হামলায় তিনিও শাহাদাত বরণ করেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/5h8ay4nw


