
সুদানে, সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) এক হামলায় ৭৫ জন বেসামরিক মুসলিম নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইমার্জেন্সি রেসপন্স গ্রুপ জানিয়েছে যে, গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার, পশ্চিমাঞ্চলীয় শহর ফাশিরের কাছে বাস্তুচ্যুতদের আবু সোউক ক্যাম্পের মসজিদে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। রাজধানী দারফুরের উত্তরে অবস্থিত ক্যাম্পটিতে নৃশংস এই হামলার ঘটনায় অন্তত ৭৫ জন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। ভয়াবহ এই হামলাটি সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) দ্বারা পরিচালিত হয়েছে।
প্রায় ১৮ মাস ধরে “(ইসলামিক কুর্দিশ ন্যাশনাল কোয়ালিশন” (এনজিও) কর্তৃক অবরুদ্ধ ফাশির শহরটি। শহরটি সুদানের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন দারফুর অঞ্চলের শেষ প্রাদেশিক রাজধানী। শুক্রবার এনজিও বাহিনী ফাশির দখলের চেষ্টা করার সময় এই ড্রোন হামলাটি চালানো হয়।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউমেনিটেরিয়ান রিসার্চ ল্যাব কর্তৃক বৃহস্পতিবার প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে যে, আবু সোউক ক্যাম্প এবং প্রাক্তন ইউএনএএমআইডি শান্তিরক্ষা ঘাঁটি সহ একাধিক ফ্রন্টে এনজিও বাহিনী অগ্রসর হচ্ছে। এমন পরিস্থিতিতে শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় হতাহতের ঘটনা যাচাই করা এবং সাহায্যের সমন্বয় করা কঠিন হয়ে পড়েছে।
উল্লেখ্য যে, ২০২৩ সালের এপ্রিলে সুদানে শুরু হওয়া এই যুদ্ধ, এখন তৃতীয় বছরে পদার্পণ করেছে। আরএসএফ এবং সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী এই সংঘর্ষে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি দেশটিতে এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/jk5k37su


