
পশ্চিম আফ্রিকার দেশ মালির সেগু রাজ্যে দেশটির জান্তা বাহিনী ও দখলদার রাশিয়ান বাহিনীর উপর একটি সফল হামলার তথ্য নিশ্চিত করেছে ‘জেএনআইএম’ মুজাহিদিনরা। এতে মালির ও রাশিয়ার অন্তত ১১ সৈন্য নিহত হয়েছে।
আয-যাল্লাকা মিডিয়ার তথ্য অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর সোমবার, মালির সেগু রাজ্যের মেরকালা এবং সিরবালা এলাকার সংযোগকারী সড়কে একটি অতর্কিত হামলা চালানো হয়েছে। আল-কায়েদা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, অতর্কিত এই অভিযানটি উক্ত অঞ্চলে মালির সেনাবাহিনী এবং রাশিয়ার ‘আফ্রিকান কর্পস’ বাহিনীর একটি যৌথ সামরিক কনভয় লক্ষ্য করে চালানো হয়েছে।
মুজাহিদিনরা এই আক্রমণের সময় কনভয়ে থাকা শত্রু বাহিনীর ৮টি সামরিক যানবাহন পুড়িয়ে দিয়েছেন। এছাড়াও মুজাহিদদের তীব্র আক্রমণে মালি ও রাশিয়ান বাহিনীর কমপক্ষে ১১ সেনা সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে আরও অসংখ্য শত্রু সৈন্য। এই অভিযান থেকে মুজাহিদিনরা গনিমত হিসাবে অর্জন করেছেন ৫টি ক্লাশিনকোভ রাইফেল, ১টি আরপিজি, এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ সহ অন্যান্য বহু সরঞ্জাম।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/2289ur52


