যশোর সীমান্তে বিদেশি মদসহ আটক ভারতীয় নাগরিক

0
23

যশোরে ১০ বোতল বিদেশি মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (২০ সেপ্টেম্বর) যশোর সদরের বাউলিয়া এলাকা থেকে উত্তম হালদার (৩৯) নামের ওই ভারতীয়কে আটক করা হয়। যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ সময় তার ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
আটক ওই ভারতীয় বিজিবিকে জানিয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে যশোর হয়ে ঢাকায় পাচারের উদ্দেশ্যে মদগুলো নিয়ে যাচ্ছিল।

আটক উত্তম হালদারের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। সে ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ থানার সাত ভাই কালিতলা গ্রামের জীবন হালদারের ছেলে।


তথ্যসূত্র:
১.যশোরে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক আটক
-https://tinyurl.com/yexdmmad

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের কারাগারে আটক ১৩ বাংলাদেশি জেলে, পরিবার জুড়ে শোকের মাতম
পরবর্তী নিবন্ধব্যবসায়ীকে খুনের হুমকি দিয়ে ০৩ লক্ষ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে