ব্যবসায়ীকে খুনের হুমকি দিয়ে ০৩ লক্ষ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

0
32

রাজশাহীর বাঘা উপজেলার এক কীটনাশক ব্যবসায়ীর কাছ থেকে প্রাণনাশের হুমকি দিয়ে তিন লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় এক নেতার বিরুদ্ধে।

ওই নেতার নাম রেজাউল করিম। সে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি।

ভুক্তভোগীর নাম রবিউল হাসান। তিনি একই এলাকার বাসিন্দা। ভুক্তভোগী অভিযোগ করে বলে, আদালতের নির্দেশে পূর্বের একটি মামলা আপস-মীমাংসা হওয়ার পরও রেজাউল করিম তিন লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে একাধিকবার আমাকে প্রাণনাশের হুমকি দেয়। যার অডিও প্রমাণ রয়েছে। হুমকি দিয়ে এক লাখ টাকা ব্যাংকের মাধ্যমে এবং দুই লাখ টাকা ক্যাশ নিয়েছে।

রবিউল অভিযোগ করে বলে, রেজাউল করিম প্রকাশ্যে বলে, এক লাখ ৮৫ হাজার টাকা দিয়ে পিস্তল কিনেছি শুধু তোর জন্য। বর্তমানে আমি দোকান খুলতে পারছি না, ১৫ দিন ধরে গৃহবন্দি অবস্থায় রয়েছি।

এ ব্যবসায়ীর অভিযোগ, গত বছরের ৫ আগস্টের পর থেকে রেজাউল করিম ও তার অনুসারীরা বাউসা ইউনিয়নে চাঁদাবাজি, দখলবাজি, বাড়িঘর ভাঙচুরসহ নানা অপরাধে জড়িত। একবার তাকে গ্রেপ্তার করে মুচলেকায় ছেড়ে দেওয়া হলেও সে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে। এখন তারা আরো টাকা চাইছে।


তথ্যসূত্র:
১.ব্যবসায়ীকে খুনের হুমকি দিয়ে চাঁদা নিলেন বিএনপি নেতা
-https://tinyurl.com/2a5zy5ph

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযশোর সীমান্তে বিদেশি মদসহ আটক ভারতীয় নাগরিক
পরবর্তী নিবন্ধকারাগারে আমাদের সঙ্গে ভাল ব্যবহার করা হয়েছে: আফগানিস্তান থেকে ফেরা ব্রিটিশ দম্পতি