লেবাননে দুর্বৃত্ত ইসরায়েলের হামলায় চার মার্কিন নাগরিকসহ নিহত ৫

0
53

২১ সেপ্টেস্বর, রবিবার লেবাননে ড্রোন হামলা চালিয়েছে ইহুদিবাদী দখলদার ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলীয় বেন্ত জবেইল শহরে চালানো এই ড্রোন হামলায় একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত দুজন।

নিহত ওই তিন শিশু ও তাদের বাবা ছিল যুক্তরাষ্ট্রের নাগরিক। এছাড়া হামলায় ওই শিশুদের মা আহত হয়েছে। মূলত গত বছরের নভেম্বর থেকে মার্কিন-মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও প্রতিবেশী লেবাননে হামলা অব্যাহত রেখেছে সন্ত্রাসী ইসরায়েল।

২২ সেপ্টেম্বর, সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, রোববারের ওই হামলায় একটি মোটরসাইকেল ও একটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়। এতে আরও দুজন আহত হন। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি জানিয়েছেন, নিহত তিন শিশু — সেলিন, হাদি ও আসিল — এবং তাদের বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক ছিল। শিশুদের মা আহত হয়েছেন।

নাবিহ বেরি প্রশ্ন তোলেন— “লেবাননের শিশুরাই কি ইসরায়েলের জন্য অস্তিত্ব সংকট তৈরি করছে? নাকি বিনা জবাবদিহিতায় বেসামরিক মানুষ হত্যা করাই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য আসল হুমকি?”

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এ হামলাকে “নতুন হত্যাযজ্ঞ” আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “দখলদার ইসরায়েল ইচ্ছাকৃতভাবে দক্ষিণাঞ্চলে ফিরে আসা সাধারণ মানুষকে নিশানা করছে। এটি নৃশংস অপরাধ, দক্ষিণে নিজ গ্রামে ফিরে আসা মানুষদের ভয় দেখানোর উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।”


তথ্যসূত্র:
1. US children among five killed in Israeli drone strike on southern Lebanon
– https://tinyurl.com/2v9wudrd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় একই পরিবারের ২৫ জন শহীদ
পরবর্তী নিবন্ধনারায়ণগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ