
রাজধানীর বাবুবাজার ব্রিজ সংলগ্ন আকমল খাঁন রোডে দীর্ঘ দুই বছর ধরে ওয়াসার একটি ফাটা পাইপ দিয়ে অঝোরে ঝরছে স্বচ্ছ পানি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের চালের আড়ৎ সংলগ্ন প্রধান সড়কের মাঝখানে ময়লার ডিপোর পাশে এভাবেই টলমল করে প্রতিদিন অপচয় হচ্ছে সুপেয় পানি।
সোমবার (২২ সেপ্টেম্বর) সরজমিনে গণমাধ্যমের রিপোর্টে দেখা যায়, আকমল খাঁন রোডের মাঝ রাস্তায় ফাটা পাইপ থেকে নিরবচ্ছিন্নভাবে স্বচ্ছ পানি বের হচ্ছে। এর মধ্য দিয়েই ভারী যানবাহন চলাচল করছে। পথচারীরাও প্রতিনিয়ত ভিজে যাচ্ছেন। সকালবেলা পানির চাপ বেশি থাকায় রাস্তার একাংশ একেবারে স্রোতে ভেসে যায়। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কিছুটা কমলেও পানির অপচয় বন্ধ হয় না।
এলাকার একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, ওই সময় শ্রমিকদের জন্য একটি টিনের ঘরও তৈরি করা হয়েছিল। সেখান থেকেই পানি সরবরাহ নেওয়া হতো। কাজ শেষ হলেও সংযোগটি বন্ধ না করায় আজও পানি অপচয় হচ্ছে। এলাকাবাসী ও বাবুবাজার ঘাট মসজিদের মুসল্লিরা একাধিকবার স্থানীয়ভাবে লাইনটি বন্ধ করলেও ভারী যানবাহনের চাপে আবার ফেটে যায়। ফলে প্রতিদিন কোটি কোটি লিটার পানি এভাবে নষ্ট হচ্ছে।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকে জানিয়েছে, ঢাকার বিভিন্ন এলাকায় যখন পানির সংকট প্রকট, অনেক জায়গায় পানিতে দুর্গন্ধ ও দূষণ, তখন বাবুবাজারে অবাধে টলমল করে সুপেয় পানি নষ্ট হওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তারা আরও জানান, কয়েক দফা ছবি তুলে ওয়াসার অফিসে অভিযোগ জানানো হলেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তথ্যসূত্র:
১. দু’বছর ধরে ওয়াসার পাইপ ফেটে অপচয় হচ্ছে কোটি কোটি লিটার পানি
– https://tinyurl.com/yszrmj99


