
এক টিভি টকশো প্রোগ্রামে বাগরাম বিমান ঘাঁটি আমেরিকাকে হস্তান্তর করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ বলেন, বাগরাম ঘাঁটি তো দূরের কথা, আফগানিস্তানের এক খন্ড জমিও আমেরিকাকে দেয়া হবে না।
প্রোগ্রামে মুত্তাকি হাফিযাহুল্লাহ’র নিকট জানতে চাওয়া হয়, যদি আমেরিকা ইমারতে ইসলামিয়ার সাথে সমন্বয় করে অথবা ইমারতে ইসলামিয়াকে স্বীকৃতি দেয়, তবে কি আপনারা তাদেরকে বাগরাম ঘাঁটি ব্যবহার করতে দেবেন ?
উত্তরের তিনি সুস্পষ্টভাবে জানান, আমেরিকা যদি আমাদেরকে স্বীকৃতি দেয়, তবে আমরা আফগানিস্তানকে সম্পূর্ণ বিনির্মাণ করব। বাগরাম ঘাঁটি তো দূরের কথা, আফগানিস্তানের এক খন্ড জমিও তাদেরকে দেয়া হবে না। এই সম্পদ ইমারতে ইসলামিয়া ও তার জনগণের।
তিনি আরও বলেন, যদি এই ধরনের কোনও প্রস্তাবের বাস্তবতা থাকে, তবে তা আমরা আজ থেকে ২২ বছর আগেই মেনে নিতাম।
তিনি প্রশ্ন উত্থাপন করেন, যদি বাগরাম ঘাঁটি আমেরিকাকে হস্তান্তর করা হয়, তাহলে আমাদের এত এত শহীদের কোরবানির কি প্রয়োজন ছিল ? অথচ আমাদেরকে নির্বাসন করা হয়েছে, আমরা আমাদের নেতাদের হারিয়েছি। ( আর এখন বাগরাম ঘাঁটি আমেরিকাকে দিলে) আমাদের এই লড়াইয়ের ফলাফল কি দাঁড়াবে ?
তিনি বলেন, দোহা চুক্তির সময় আমেরিকা ও অন্যান্য বিদেশি কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছিল যে, আফগানিস্তানে বিদেশি সামরিক বাহিনীর একজন সদস্যের উপস্থিতিও আমরা কখনও মেনে নেব না।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mr2u2vr6


