গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত, শহীদ আরও ৩৮

0
33

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই। সর্বশেষ ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার বর্বর ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৩৮ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর ফলে এই ভূখণ্ডে শহীদের সংখ্যা বেড়ে কমপক্ষে ৬৫ হাজার ৪০০ জনে পৌঁছেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

এতে বলা হয়, গাজায় প্রায় দুই বছর ধরে চলা দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে কমপক্ষে ৬৫ হাজার ৩৮২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৬৬ হাজার ৯৮৫ জন ফিলিস্তিনি।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ৩৮ জনের মরদেহ হাসপাতালগুলোতে পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত ১৯০ জন।

বিবৃতিতে আরও বলা হয়, আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

এছাড়া, মঙ্গলবার মানবিক সহায়তা নিতে গিয়ে সন্ত্রাসী ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত তিন ফিলিস্তিনি শহীদ এবং ১৫ জনের বেশি আহত হয়েছেন। এতে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টায় শহীদ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২,৫২৬ জনে এবং আহতের সংখ্যা ১৮,৫১১ জনে।


তথ্যসূত্র:
1. Gaza death toll nears 65,400 as Israel continues genocidal war on Palestinians
– https://tinyurl.com/4j5p78sd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার ট্রাম্পের রোষানলে ইরানের চাবাহার বন্দর হারাচ্ছে ভারত
পরবর্তী নিবন্ধরাজস্থানে গরু বহনের অভিযোগে মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা