বাগরাম আফগান ভূখণ্ড, কারও সঙ্গে সমঝোতা নয়: জাবিহুল্লাহ মুজাহিদ

0
99

আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইমারতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। তিনি স্পষ্ট করে বলেছেন, “বাগরাম ঘাঁটি আফগান ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। দেশটির এক ইঞ্চি জমিও বিদেশিদের হাতে হস্তান্তর করা হবে না।”

গত ২৩ সেপ্টেম্বর আরবি সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “আফগানিস্তানের জনগণ তাদের দেশে কোনো বিদেশি বাহিনীর উপস্থিতি মেনে নেবে না। তিনি জানান, আমেরিকানদের উচিত আফগানদের সঙ্গে কূটনৈতিক ও যুক্তিসঙ্গতভাবে যোগাযোগ করা। সামরিক চাপ বা দখলদারিত্বের পথ ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে।”

সম্প্রতি ট্রাম্প দাবি করেছিল, বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য আফগান সরকারের সঙ্গে আলোচনা চলছে। তার ভাষ্য অনুযায়ী, ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন কারণ এটি চীনের পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি অবস্থিত।

জাবিহুল্লাহ মুজাহিদ এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, বাগরাম নিয়ে কোনো আলোচনা হয়নি এবং হবেও না। বর্তমানে কেবল বন্দি বিনিময় ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কথাবার্তা চলছে।

তিনি সতর্ক করে বলেন, “আফগানরা দখলদারিত্ব নিয়ে অত্যন্ত সংবেদনশীল। যদি আবারও সামরিক চাপ বা দখলের চেষ্টা হয়, আফগান জনগণ অতীতের মতোই প্রতিরোধ গড়ে তুলবে।” তিনি জোর দিয়ে বলেন, “আমরা গত ২০ বছর আমাদের দেশ ও জাতীয় সম্মান রক্ষা করেছি, ভবিষ্যতেও প্রয়োজনে একইভাবে প্রতিরক্ষা করব।”

তিনি আরও জানান, “ইমারতে ইসলামিয়া যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক চায়। তবে তার জন্য যুক্তরাষ্ট্রকে নমনীয়তা ও সদিচ্ছা প্রদর্শন করতে হবে।”

সাক্ষাৎকারটি ইউটিউব থেকে দেখুন:
https://youtu.be/liBsRxIZh40


তথ্যসূত্র:
1. Exclusive: Chief Taliban Spokesman Zabihullah Mujahid on Bagram Airfield
– https://tinyurl.com/2kmktvsh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে মুসলিম পরিবারকে টার্গেট করে উগ্র হিন্দুত্ববাদীদের নৃশংস হামলা
পরবর্তী নিবন্ধচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ আরও ১৯ জনকে পুশইন করলো বিএসএফ