চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ আরও ১৯ জনকে পুশইন করলো বিএসএফ

0
14

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে আরো ১৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগে একই সীমান্ত দিয়ে দু’দফায় আরো ২১ জনকে পুশইন করেছিল তারা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত ৫টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা ভোলাহাট উপজেলার চামুচা ও চাঁনশিকারী বিওপি’র মধ্যবর্তী সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। এ সময় সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরা ১৯ জনকে আটক করে।

আটকদের মধ্যে ১০ জন পুরুষ, ছয় জন নারী ও তিনজন শিশু রয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা গণমাধ্যমকে জানায়, ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে কাজের খোঁজে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরে ভারতীয় পুলিশের হাতে ধরা পড়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করে। সাজা শেষে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাদের বাংলাদেশ সীমান্তে এনে পুশইন করে।


তথ্যসূত্র:
১. আবারও ১৯ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ
– https://tinyurl.com/38wrd7tj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাগরাম আফগান ভূখণ্ড, কারও সঙ্গে সমঝোতা নয়: জাবিহুল্লাহ মুজাহিদ
পরবর্তী নিবন্ধমোদির সফর নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার একদিনে ১৬ জন ছাত্র-জনতাকে হত্যা আ.লীগ প্রশাসন