
আফগানিস্তানের হেরাত শিল্প নগরীতে ১০টি নতুন শিল্প কারখানা উদ্বোধন করা হয়েছে, এতে ৬ কোটি মার্কিন ডলারের অধিক বিনিয়োগ করা হয়েছে।
কর্মকর্তাগণ জানায়, নতুন এই কারখানাগুলো ওষুধ, চিকিৎসা সরঞ্জামাদি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং তুলা উল উৎপাদনের সাথে সংশ্লিষ্ট।
নতুন কারখানা স্থাপনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন হেরাত প্রদেশের গভর্নর শাইখ মাওলানা ইসলাম জার হাফিযাহুল্লাহ। তিনি বলেন, এই উদ্যোগের ফলে শত শত ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
হেরাত কারখানা ও খনি সংক্রান্ত কার্যালয় ডেপুটি চেয়ারম্যান আব্দুল নাসের আমিন জানান, ইমারতে ইসলামিয়া সরকার ক্ষমতায় আসার পর হেরাত শিল্প নগরীতে কারখানার সংখ্যা ১২০ থেকে বেড়ে ১,১৭০টি এসে দাঁড়িয়েছে।
তথ্যসূত্র:
1. 10 New Factories Open in Herat with Investment of Over $60 Million
– https://tinyurl.com/5n7vv5jp


