
পাকিস্তান ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি), দলটির মুজাহিদিনরা পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান ও খাইবার এজেন্সিতে ৩টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। এতে বহু সংখ্যক শত্রু সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।
প্রতিরোধ বাহিনী ‘আইএমপি’ মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) জানান, মুজাহিদিনরা গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায়, খাইবার এজেন্সির তিরাহ উপত্যকার কারা-পে এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করেছেন। অভিযানটি উক্ত এলাকায় অবস্থিত পাকিস্তান সেনাবাহিনীর মাদ-আলী পোস্ট লক্ষ্য করে লেজার বন্দুক ব্যবহার করে চালানো হয়। ফলশ্রুতিতে এক অফিসার ঘটনাস্থলেই নিহত হয়। এরপর, মুজাহিদিনরা হালকা অস্ত্র দিয়ে পোস্টটিতে অবস্থানরত অন্য শত্রু সৈন্যদের লক্ষ্য করে আক্রমণ চালান। এতে আরও কতক শত্রু সৈন্য হতাহতের শিকার হয়।
এদিকে গত ২৩শে সেপ্টেম্বর মঙ্গলবার, খাইবার এজেন্সির তিরাহ উপত্যকায় শত্রু ঘাঁটিতে জল সরবরাহকারী একটি ট্যাঙ্কারে আক্রমণ চালান মুজাহিদিনরা। এসময় মুজাহিদদের হামলার শিকারের পরিণত হয় তিন শত্রু সৈন্য, যাদের মধ্যে এক সৈন্য ঘটনাস্থলেই নিহত হয়।
এদিন মুজাহিদিনরা উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী এলাকায়ও একটি সফল অভিযান পরিচালনা করেন। অভিযানটি উক্ত এলাকায় অবস্থিত শত্রু বাহিনীর “হাদি” সামরিক দুর্গ লক্ষ্য করে বোমা বিস্ফোরণের মাধ্যমে চালানো হয়। মুজাহিদদের নিক্ষিপ্ত বিস্ফোরকগুলো সরাসরি দুর্গের ভেতরে বিস্ফোরিত হয়। ফলে মুজাহিদদের এই আক্রমণেও অনেক শত্রু সৈন্য হতাহতের শিকার হয়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/4y7pxjj5
– https://tinyurl.com/2tnp27ex
– https://tinyurl.com/mttrt3ms


