
সোমালিয়ার বে এবং বাকুল রাজ্যে মোগাদিশু বাহিনীর উপর ২টি পৃথক অভিযান পরিচালনা করেছেন হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। এতে শত্রু বাহিনীর অন্তত ১১ সৈন্য নিহত এবং আরও ৮ সৈন্য আহত হয়েছে।
আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর বুধবার সকালে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা সোমালিয়ার বে রাজ্যের বুরহাকাবা জেলায় মোগাদিশু বাহিনীর সদস্যদের বহনকারী একটি গাড়ি বহরে ভারী আক্রমণ চালিয়েছেন। মুজাহিদদের তীব্র এই আক্রমণে শত্রু সৈন্যদের বহনকারী একটি সামরিক যান পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং আরও একটি ক্ষতিগ্রস্ত হয়। এতে শত্রু বাহিনীর কারাবিন নামে উচ্চপদস্থ এক অফিসার সহ কমপক্ষে ৭ সৈন্য নিহত হয় এবং আরও ৬ এরও বেশি সৈন্য এই হামলায় আহত হয়।
অন্যদিকে, গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায়, বাকুল রাজ্যের হুদুর জেলায় একটি সফল অভিযান পরিচালনা করেন হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা। এতে শত্রু বাহিনীর কমপক্ষে ৪ সৈন্য নিহত হয় এবং আরও ২ সৈন্য গুরুতর আহত হয়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/ban83wr7


