খাইবার পাখতুনখোয়ায় পাঁচটি আফগান শরণার্থী শিবির বন্ধের নির্দেশ দিলো পাকিস্তান সরকার

1
105

পাকিস্তান সরকার আফগান শরণার্থীদের জোরপূর্বক প্রত্যাবাসন নীতির অংশ হিসেবে খাইবার পাখতুনখোয়ায় পাঁচটি আফগান শরণার্থী শিবির বন্ধ করার নির্দেশ দিয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর আরিয়ানা নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বন্ধ করে দেওয়া শিবিরগুলির মধ্যে তিনটি হরিপুরে, একটি চিত্রালে এবং একটি আপার দিরে অবস্থিত। সরকারি নির্দেশনায় শরণার্থী শিবিরগুলির জমি সংশ্লিষ্ট প্রাদেশিক কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকদের কাছে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে।

হরিপুরের পানিয়ান ক্যাম্পটি পাকিস্তানের বৃহত্তম আফগান শরণার্থী বসতি হিসেবে পরিচিত। প্রায় চার দশক ধরে এখানে ১,০০,০০০ এরও বেশি শরণার্থী আশ্রয়ে রয়েছেন। এছাড়া, পাকিস্তানে বেশিরভাগ আফগান শরণার্থী খাইবার পাখতুনখোয়ায় বসবাস করছেন। এই শিবিরগুলির বন্ধ হওয়ার ফলে হাজার হাজার শরণার্থী সরাসরি প্রভাবিত হতে পারেন।

পাকিস্তান সরকারের এই পদক্ষেপে সৃষ্ট মানবিক সংকট এবং আফগান শরণার্থীদের দুর্দশা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।


তথ্যসূত্র:
1. Pakistan orders closure of five Afghan refugee camps in Khyber Pakhtunkhwa
– https://tinyurl.com/ydnhabrs

১টি মন্তব্য

  1. সৌদির সঙ্গে নিরাপত্তা চুক্তি, আমেরিকায় ভ্রমণ, ট্রাম্পের সঙ্গে সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর বৈঠক। সর্বশেষ শরণার্থী শিবির বন্ধ করে দেওয়া সবগুলো একই সূত্রে গাঁথা বলে মনে হচ্ছে।। আল্লাহ হেফাজত করুন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় আরও কমপক্ষে ৬০ ফিলিস্তিনি শহীদ
পরবর্তী নিবন্ধরক্তের ওপর দাঁড়িয়ে কর্পোরেট সাম্রাজ্য: ইসরায়েলের গণহত্যায় সহযোগী ১৫৮ কোম্পানি