
চিকিৎসা সহায়তা প্রদানকারী দাতব্য সংস্থা ‘ডক্টরস উইদআউট বর্ডার্স’ (এমএসএফ) গাজা সিটিতে ইসরায়েলি সামরিক আগ্রাসনের কারণে সেখানে তাদের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) এমএসএফ-এর বরাত দিয়ে জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
বিবৃতিটি এমন এক সময়ে এলো, যখন ইসরায়েলি দখলদার বাহিনী গাজা শহরে তাদের আগ্রাসন তীব্র করেছে। গাজায় থেকে লাখ লাখ মানুষ অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
গাজায় এমএসএফের জরুরি সমন্বয়কারী জ্যাকব গ্রেঞ্জার বলেছেন, ‘আমাদের ক্লিনিকগুলো ইসরায়েলি বাহিনী ঘেরাও করায় আমাদের কার্যক্রম বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই।’
তিনি আরো বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। গাজা সিটিতে চিকিৎসার চাহিদা বিপুল। যেখানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের মধ্যে নবজাতক, মারাত্মক আহত ও গুরুতর অসুস্থ রোগীরা স্থানচ্যুত হতে অক্ষম।
তারা চরম বিপদের মধ্যে রয়েছেন।’
একদিকে ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ আহত, অন্যদিকে চিকিৎসা কেন্দ্রগুলো একের পর এক বন্ধ হয়ে পড়ছে। হাসপাতালগুলোতে বিদ্যুৎ, ওষুধ ও খাদ্যের ঘাটতি মারাত্মক আকার ধারণ করেছে। গাজায় এখন যেন মৃত্যুর শহর—যেখানে আহতের চেয়ে সেবা দেওয়ার হাত অনেক কম।
গাজার মানুষের এই চিকিৎসাহীন মৃত্যু ঝুঁকির দায় দখলদার ইসরায়েল ছাড়া আর কারও ওপর বর্তায় না। তারা শুধু আক্রমণ চালাচ্ছে না, বরং চিকিৎসার শেষ আশ্রয়গুলোও ধ্বংস করে গাজাবাসীকে নিঃশেষ করার নোংরা পরিকল্পনা বাস্তবায়ন করছে।
তথ্যসূত্র:
1.Palestine: MSF forced to suspend activities amid intensified Israeli offensive in Gaza City
– https://tinyurl.com/mr4653ry
2. Doctors Without Borders ‘forced’ to suspend medical activities in Gaza City due to Israeli attacks
– https://tinyurl.com/wkcuubbn


