
বেইজিংয়ে ইমারতে ইসলামিয়ার রাষ্ট্রদূত মৌলবি বিলাল কারিমি হাফিযাহুল্লাহ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক দপ্তরের প্রধান লিউ জিনসঙের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে একটি বৈঠক করেছেন।
গত ২৭ সেপ্টেম্বর চীনে অবস্থিত আফগানিস্তানের দূতাবাস এক বিবৃতিতে জানায়, বৈঠকে দুই পক্ষ আফগানিস্তান-চীন সম্পর্ক আরও জোরদার করা, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি, কনস্যুলার সেবা উন্নয়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন।
বৈঠকে লিউ জিনসঙ আফগানিস্তানের স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি চীনের শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন।
অন্যদিকে, মৌলবি বিলাল কারিমি সম্প্রতি আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি চীনের মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তথ্যসূত্র:
1. Mawlawi Bilal Karimi meets Chinese Foreign Ministry official to discuss bilateral ties
– https://tinyurl.com/ywxzshb5


