
ভারতের উত্তর প্রদেশের বেরেলিতে নবী মুহাম্মদ (ﷺ)-এর প্রতি হিন্দুত্ববাদীদের অবমাননার বিরুদ্ধে ভালোবাসা ও সম্মান প্রদর্শনের জন্য আয়োজিত ‘আই লাভ মুহাম্মদ’ নামে শান্তিপূর্ণ কর্মসূচিকে নৃশংসভাবে দমন করেছে ভারতীয় পুলিশ।
২৬ সেপ্টেম্বর জুমার নামাজের পর বরেলির ইসলামিয়া গ্রাউন্ড মসজিদের সামনে মাওলানা তৌকির রাজার আহ্বানে হাজারেরও অধিক মুসলিম শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য একত্রিত হন। এ সময় তারা ‘আই লাভ মুহাম্মদ (ﷺ)’ এর প্রচারণার সঙ্গে যুক্ত মুসলিমদের বিরুদ্ধে অন্যায় ও ভিত্তিহীন পুলিশি মামলা দ্রুত বাতিল করার দাবি জানায়।
কিন্তু শান্তিপূর্ণ সমাবেশকে ঘিরে পুলিশ অকারণেই কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ চালিয়ে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন শুরু করে। এতে অসংখ্য মুসল্লী আহত হয়। আটক করা হয় প্রায় ৫০ জন মুসলিমকে। পাশাপাশি মাওলানা তৌকির রাজাকেও আটক করা হয়।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, ইসলামিয়া গ্রাউন্ড মসজিদে হাজারো জনতা ‘আমি মুহাম্মদ (ﷺ) ভালোবাসি’ লেখা পোস্টার হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে নিজেদের বিশ্বাসের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করছিলেন।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশের কানপুরে নবী মুহাম্মদ (ﷺ) এর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত মিছিলে ‘আই লাভ মুহাম্মদ (ﷺ)’ পোস্টার স্থানীয় হিন্দুত্ববাদীরা ভাঙচুর করে। এর ফলে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় ভারতীয় পুলিশ স্থানীয় হাজারো মুসলিমের বিরুদ্ধে অন্তত ২১টি মামলা দায়ের করে।
বেরেলির ইসলামিয়া গ্রাউন্ডে শান্তিপূর্ণভাবে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের কিছু চিত্র:
তথ্যসূত্র:
1. ‘I Love Muhammad’ Row: Opposition Accuses UP Govt of Instigating Violence to ‘Hide Failures’
– https://tinyurl.com/3edm72bh


