গাজার সবচেয়ে বড় হাসপাতাল আর আবাসিক এলাকায় বর্বর ইসরায়েলি তান্ডব

0
58

দখলদার ইহুদিবাদী ইসরায়েল গাজার সবচেয়ে বড় আল-শিফা হাসপাতালে একের পর এক হামলা চালাচ্ছে। পাশাপাশি আশপাশের আবাসিক এলাকাকে সম্পূর্ণ মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। হামলার কারণে আতঙ্কিত রোগীরা অসুস্থ অবস্থায় নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হচ্ছেন।

গাজা নগরী দখলের জন্য স্থল অভিযান অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। এরই অংশ হিসেবে এসব স্পর্শকাতর স্থাপনায় হামলা চালানো হচ্ছে।

গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার চিকিৎসকেরা বর্বর ইসরায়েলি হামলার ‘ভয়াবহ দৃশ্যের’ বর্ণনা দিয়েছেন। হাসপাতালের চিকিৎসা পরিচালক হাসান আল-শাইর বলেন, কঠোর পরিস্থিতি ও আতঙ্কের মধ্যেই চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। কঠিন পরিস্থিতির মধ্যে অন্তত ১০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। হাসপাতালে রোগীর চাপে জীবন রক্ষাকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে।

প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটসের গবেষকেরা জানিয়েছেন, হামলার ক্ষেত্রে দুর্বৃত্ত ইসরায়েল এমন দাহ্য অস্ত্র ব্যবহার করছে, যা নির্দিষ্ট একটি এলাকা পুড়িয়ে দিতে সক্ষম। সেনারা হাসপাতালের চারপাশে বিস্ফোরকবাহী গাড়ি মোতায়েন করেছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফাকে চিকিৎসা–সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনারা আল-হেলু হাসপাতালেও বোমা হামলা চালিয়েছে। সেখানে ক্যানসার ও নবজাতক বিভাগে অপরিপক্ব অবস্থায় জন্ম নেওয়া ১২টি শিশু চিকিৎসাধীন।

চিকিৎসাকর্মীরা ওয়াফা সংবাদ সংস্থাকে বলেছেন, আল–হেলু হাসপাতালে ৯০ জনের বেশি চিকিৎসক, নার্স ও রোগী আটকে আছেন। ইসরায়েলি ট্যাংক হাসপাতালের চারপাশে অবস্থান নিয়েছে। ঢোকা ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

আল–জাজিরার সাংবাদিক হানি মাহমুদ হামলার ব্যাপারে বলেছেন, ব্যাপক ও বেপরোয়াভাবে হামলা চালাচ্ছে দুর্বৃত্ত ইসরায়েলি বাহিনী। ভারী গোলাবারুদ, ড্রোন এবং বোমা ব্যবহার করে ভবনের ভিত্তি পর্যন্ত ধ্বংস করা হচ্ছে।


তথ্যসূত্র:
1.‘Horrific’: Israel bombs hospitals, residential towers amid Gaza onslaught
– https://tinyurl.com/py7h4tdd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে উত্তরপ্রদেশে মুসলিম শিশুকে খুন করে গাছে ঝুলিয়ে দিলো হিন্দুত্ববাদীরা
পরবর্তী নিবন্ধমধ্য সোমালিয়ায় জাতিসংঘের হেলিকপ্টার জব্দ করলো আশ শাবাব মুজাহিদিন