
২৯ সেপ্টেম্বর (সোমবার) সোমালিয়ার গালগুদুদে জরুরি অবতরণ করা জাতিসংঘের একটি হেলিকপ্টার দখলে নিয়েছে আল কায়েদা পূর্ব আফ্রিকা শাখা হারাকাতুশ শাবাব আল মুজাহিদিন।
২৯ সেপ্টেম্বর সোমালিয়ার কুলমিয়া রেডিও জানিয়েছে, আশ শাবাবের সশস্ত্র মুজাহিদরা গালগুদুদ অঞ্চলের হিন্দেরি শহরে জাতিসংঘের একটি হেলিকপ্টার দখল করেছে। এই শহরটি শাবাব মুজাহিদিনদের অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। হেলিকপ্টারটি বেলডুইন শহর থেকে মুদুগ অঞ্চলের উইসিল শহরের উদ্দেশে যাওয়ার পথে কারিগরি ত্রুটির কারণে জরুরি অবতরণ করে। এটি এমন একটি এলাকায় অবতরণ করে যা আশ শাবাব মুজাহিদিনদের নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনা সম্পর্কে জাতিসংঘ, সোমালিয়া সরকার বা হারাকাতুশ শাবাব এখনো কোনো অফিশিয়াল বিবৃতি প্রকাশ করেনি।
এটি উল্লেখযোগ্য যে, এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে একই অঞ্চলে জাতিসংঘের আরেকটি হেলিকপ্টার অনুরূপ পরিস্থিতিতে জব্দ করেছিলেন মুজাহিদগণ। সেবারও আশ শাবাব মুজাহিদিনরা হেলিকপ্টারটি এবং এর ক্রুদের বন্দি করতে সক্ষম হয়েছিলেন।
তথ্যসূত্র:
https://tinyurl.com/3pm7entz


