আফগানিস্তানে ৪৮ ঘন্টা পর পুনরায় সচল নেটওয়ার্ক, ইন্টারনেট নিষিদ্ধের গুজব প্রত্যাখ্যান

0
244

গত ২৯ সেপ্টেম্বর আফগানিস্তানে দেশজূড়ে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধ হয়ে গেলে বিশ্বব্যাপী গুজব ছড়ায় যে, ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা নিষিদ্ধ করেছে ইমারতে ইসলামিয়া সরকার। তবে প্রায় ৪৮ ঘণ্টার কাছাকাছি সময়ের পর ১ অক্টোবর বুধবার রাজধানী কাবুলসহ কয়েকটি প্রদেশে আবারও যোগাযোগ নেটওয়ার্ক সচল হয়েছে। কাবুল ছাড়াও কান্দাহার, খোস্ত, গজনি ও হেরাত প্রদেশে বিভিন্ন মোবাইল অপারেটরের সিগন্যাল পাওয়া গেছে।

ইন্টারনেট ও টেলিযোগাযোগ নিষিদ্ধ হওয়া সংক্রান্ত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই গুজবকে অস্বীকার করেছেন ইমারতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ।

উল্লেখ্য যে, বাংলাদেশের সহ অধিকাংশ আন্তর্জাতিক মিডিয়া এই গুজব প্রচারে অংশগ্রহণ করেছে। এমনকি অনেক মিডিয়া এটিকে ইসলামি শরিয়াহ’র আওতায় তালিবান সরকারের চরমপন্থি সিদ্ধান্ত বলে মিথ্যা ন্যারেটিভ তৈরি করেছে।


তথ্যসূত্র:
1. Afghanistan has denied reports about the disruption of internet and telecommunications services in the country.
– https://tinyurl.com/3v2wx5jx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে কয়লা ও বায়োমাসভিত্তিক বিদ্যুৎ প্লান্টে বিনিয়োগের আহ্বান, ১৬৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা
পরবর্তী নিবন্ধগাজীপুরে পূজামণ্ডপের সহসভাপতি দ্বারা মণ্ডপের পাশেই মুসলিম শিশু ধর্ষণ