আফগানিস্তানের হেরাত দমকল বিভাগে ১৬টি অকেজো অগ্নিনির্বাপক যানবাহন পুনরায় সচল

0
33

১৬টি অকেজো অগ্নিনির্বাপক যানবাহন মেরামতের মাধ্যমে ব্যবহার উপযোগী করেছে আফগানিস্তানের হেরাত পুলিশ সদর দপ্তরের আওতাধীন দমকল বিভাগ।

প্রাদেশিক এই দপ্তরের মুখপাত্র গুলাম নবী নবিজাদা হাফিযাহুল্লাহ জানিয়েছেন, সংশ্লিষ্ট যানবাহনগুলোর সকল টেকনিক্যাল সমস্যার সমাধান করা হয়েছে। জরুরি মুহূর্তে জনগণের সেবায় ব্যবহারের জন্য এই গাড়িগুলো এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে।

আগুনের দ্বারা সৃষ্ট সম্ভাব্য জীবন ও সম্পদের ক্ষতি মোকাবেলায় অগ্নিনির্বাপক যানবাহনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই অকেজো যানবাহনগুলোর পুনরায় সচল হওয়া অগ্নিনির্বাপণ প্রচেষ্টার ক্ষেত্রে উল্লেখযোগ্য তাৎপর্য বহন করছে।


তথ্যসূত্র:
1. 16 Firefighting Vehicles Reinstated in Herat
– https://tinyurl.com/3k6n4ve2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবমাননায় ছাত্র জমিয়তের তীব্র নিন্দা
পরবর্তী নিবন্ধকর্ণাটকে হিন্দু গ্রামে জরিপ করতে গিয়ে মুসলিম শিক্ষিকা অপমানিত, গ্রাম ছাড়তে বাধ্য করে হিন্দুত্ববাদীরা