
ভারতের কর্ণাটক রাজ্যের তুমকুরু শহরের কাছে একটি গ্রামে সরকারি জরিপ পরিচালনা করতে গিয়ে এক মুসলিম নারী শিক্ষিকা উগ্র হিন্দুদের দ্বারা হয়রানি ও অপমানের শিকার হয়েছেন। রেশমা নামে ওই শিক্ষিকা অনগ্রসর শ্রেণির জন্য স্থায়ী কমিশনের আওতায় আর্থ-সামাজিক ও শিক্ষাগত আদমশুমারি পরিচালনার দায়িত্বে ছিলেন।
ভারতীয় গণমাধ্যম ক্লারিওন ইন্ডিয়া জানায়, গত ৪ অক্টোবর তিনি ভীমসন্দ্র গ্রামে জরিপের কাজ শুরু করলে স্থানীয় হিন্দুত্ববাদীরা মুসলিম শিক্ষিকার উপস্থিতি নিয়ে আপত্তি তোলে। গ্রামবাসীরা তাকে প্রশ্ন করে, ‘তুমি কেন হিন্দু বাড়িতে এসেছো?’ এবং তার পরিচয়পত্র দেখতে চায়। কেউ কেউ আরও কটূক্তি করে জানতে চায়, তিনি হিন্দুদের মুসলিম সম্প্রদায়ে অন্তর্ভুক্ত করতে এসেছে কিনা’।
এরপর ক্রমবর্ধমান গালিগালাজ ও অপমানের মুখে তিনি গ্রামটি ত্যাগ করতে বাধ্য হন। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।
সোশ্যাল মিডিয়ার বহু ব্যবহারকারী মন্তব্য করেছেন যে, এ ধরনের ঘটনা প্রমাণ করে ভারতে ধর্মীয় ঘৃণা সমাজের গভীরে ছড়িয়ে পড়েছে। অনেকেই রেশমার প্রতি সহমর্মিতা জানিয়ে বলেছেন, তার একমাত্র অপরাধ ছিল নিজের দায়িত্ব পালন করা।
তথ্যসূত্র:
1. Muslim Teacher Abused and Forced to Leave Village During Survey in Karnataka
– https://tinyurl.com/mt63wrnh


