
ইমারতে ইসলামিয়া আফগানিস্তান দেশজুড়ে রাত ৯টার পর আতশবাজি ব্যবহার নিষিদ্ধ করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি (হাফিযাহুল্লাহ) জানিয়েছেন, জনশান্তি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৫ অক্টোবর আফগান গণমাধ্যম টোলো নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাত ৯টার পর আতশবাজি ব্যবহার করা যাবে না। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, উৎসব বা অন্য যেকোনো কারণেই হোক, এই নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি আরও জানান, আতশবাজি ব্যবহারের আইনি ও ধর্মীয় দিক পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাত ৮টার পর, সর্বোচ্চ ৯টার মধ্যে আতশবাজি ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। কোথাও এই নিয়ম লঙ্ঘন হলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।’
এদিকে, কাবুলের বহু বাসিন্দা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, আতশবাজির শব্দ শুধু বিরক্তিকর নয়, বরং অনেকের জন্য স্বাস্থ্যঝুঁকিও তৈরি করে।
কাবুলের বাসিন্দা মোহাম্মদ নাসির বলেন, ‘আতশবাজির শব্দ খুব কর্কশ। যাদের হৃদরোগ বা শারীরিক অসুস্থতা আছে, তাদের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর।’ আরেক বাসিন্দা শাকিব বলেন, ‘বিশেষ করে উৎসবের সময় আতশবাজি ব্যবহার বন্ধ করা উচিত।’
কাবুলের আরেক বাসিন্দা আমিনুল হক নূরী বলেন, “এটি খুব ভালো সিদ্ধান্ত। জনশান্তি রক্ষায় সবাইকে আতশবাজি ব্যবহার থেকে বিরত থাকা উচিত।’
উল্লেখ্য, সম্প্রতি আতশবাজির কারণে রাতের শব্দ দূষণ নিয়ে কাবুলবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র:
1. Interior Ministry Bans Fireworks After 9 p.m. Across Afghanistan
– https://tinyurl.com/56ne4759


