যুক্তরাষ্ট্রে সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বহু নিখোঁজ

0
155

যুক্তরাষ্ট্রের টেনিসে একটি বিস্ফোরক কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৯ জন নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে তারা সবাই প্রাণ হারিয়েছে। কোম্পানিটি মার্কিন সেনাদের বিস্ফোরক সরবরাহ করত।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১০ অক্টোবর, শুক্রবার ‘অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেম’ নামে ওই কোম্পানিতে বিস্ফোরণ ঘটে। এতে তাদের এক হাজার ৩০০ একরের ক্যাম্পাসের একটি ভবন সম্পূর্ণভাবে ধসে গেছে। বিস্ফোরণের মাত্রা এত বেশি ছিল যে এটি কয়েক মাইল দূরের বাড়িঘরেও অনুভূত হয়েছে।

বিস্ফোরণস্থল বিস্ফোরকে বোঝাই থাকায় সেখানে উদ্ধারকারীরা প্রথমে যায়নি। তাদের আশঙ্কা ছিল আবারো বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

টেনিসের হাম্পপ্রিস কাউন্টির নিরাপত্তা বাহিনীর সদস্য ক্রিস ডেভিস বলেছে, বলার কোনো ভাষা নেই। এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সে জানিয়েছে, এ ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। তবে সংখ্যাটি কত সেটি প্রকাশ করেনি।

কোম্পানিটির ওয়েবসাইটে বলা আছে, তারা সেনাবাহিনী, অ্যারোস্পেস প্রতিষ্ঠানকে বিস্ফোরক সরবরাহ করে থাকে। এ ছাড়া বিদেশি সেনাবাহিনীও এসব বিস্ফোরক ব্যবহার করে। সরকারি নথি থেকে জানা গেছে, অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেম মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে একাধিক চুক্তি সম্পাদন করেছিল।

বাকসনোর্ট শহরের বনাঞ্চলীয় পাহাড়ি এলাকায় তাদের কোম্পানি অবস্থিত। সেখানে আটটি ভবন ছিল। এগুলো নাসভিলের দক্ষিণপূর্বের ৯৭ কিলোমিটার দূরে অবস্থিত।


তথ্যসূত্র:
1. Nineteen missing after explosion at Tennessee munitions factory
– https://tinyurl.com/4y987z2s
2. Massive explosion at Tennessee munitions factory leaves 19 people missing
– https://tinyurl.com/4u3cbwny

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল করলো অন্তর্বর্তী সরকার
পরবর্তী নিবন্ধদেওবন্দ আমাদের আধ্যাত্মিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ: আফগান পররাষ্ট্রমন্ত্রী