
আফগানিস্তানের রাজধানী কাবুলের বাগরামি জেলায় হাবিবুল্লাহ জাজাই গ্রুপের উদ্যোগে সব রকমের সুযোগ-সুবিধা সম্বলিত একটি অসাধারণ মার্কেট নির্মিত হচ্ছে। এটির নির্মাণ কাজের অগ্রগতি ৮৫ শতাংশ এবং শীঘ্রই তা চালু করা হবে।
সুবিশাল এই মার্কেট কমপ্লেক্সে থাকবে সুন্দর ও মানসম্পন্ন বিনোদন পার্ক। লোকজন এখানে তাদের পরিবারের সাথে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সময় কাটাতে পারবেন।
এছাড়া এতে থাকবে গাড়ি পার্কিং এর বিস্তৃত জায়গা। আরও থাকবে একটি মসজিদ, রেস্টুরেন্ট, মুদ্রা বিনিময় সেবা, অফিস, নিত্যপ্রয়োজনীয় ও অন্যান্য পণ্যের শত শত দোকান। লোকজন এখান থেকে সহজেই সব ধরনের প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারবেন।
প্রায় ২৬ একর জমির উপর এই মার্কেটের নির্মাণ কাজ চলমান আছে। এটি নির্মাণে প্রায় ৪০০ মিলিয়ন আফগানি ব্যয় হবে। সুপরিকল্পিতভাবে নির্মিতব্য এই মার্কেটে প্রায় ২ হাজারটি দোকান থাকবে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2s4ckv5b
2. https://tinyurl.com/yjn7t9w6


