
সোমালিয়ার রাজধানী মোগাদিশু ও আফগুয়েতে ২টি পৃথক হামলার ঘটনায় অন্তত ৪ সৈন্য নিহত এবং ৮ সৈন্য আহত হয়েছে। আল-কায়েদা সংশ্লিষ্ট হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন এই অভিযানগুলো চালিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা ১১ অক্টোবর শনিবার, সোমালিয়ার রাজধানী মোগাদিশু ও শাবেলি রাজ্যের আফগুয়ে জেলায় ২টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। এরমধ্যে প্রথম অভিযানটি চালানো হয় আফগুয়ে জেলার উপকণ্ঠে ওমর বিরে এলাকায় শত্রু বাহিনী কর্তৃক স্থাপিত একটি নতুন চেকপয়েন্টে লক্ষ্য করে। মুজাহিদদের পরিকল্পিত এই হামলায় ৪ ধর্মত্যাগী সৈন্য নিহত হয়েছে, যাদের মধ্যে গান্ধারী নামে একটি দলের সিনিয়র এক অফিসারও রয়েছে। মুজাহিদদের এই অভিযানে আরও ৫ শত্রু সৈন্য আহত হয়েছে।
এদিন মুজাহিদিনরা মোগাদিশুর উপকণ্ঠে তারিদিশো এলাকার কাছে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছেন মুজাহিদিনরা। এতে দেশটির গোয়েন্দা সংস্থার ৩ সৈন্য আহত হয়েছে, যাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/3u7xubye


