মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের গোড়ালি বিচ্ছিন্ন

0
49

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী তুমব্রু এলাকায় মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য। রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ৪১ নম্বর পিলারের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্য নায়েক আকতার হোসেন। সে ৩৪ বিজিবির রেজু আমতলী বিওপিতে কর্মরত।

স্থানীয় ও বিজিবি সূত্র গণমাধ্যমকে জানায়, রেজু আমতলী বিওপির আওতাধীন বাংলাদেশের অভ্যন্তরে একটি প্রস্তাবিত অস্থায়ী চৌকিতে টহল দেওয়ার সময় হঠাৎ করে মাইন বিস্ফোরণ ঘটে। এতে নায়েক আকতার হোসেনের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পা গুরুতরভাবে জখম হয়।

তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে।


তথ্যসূত্র:
১. মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য
– https://tinyurl.com/bd38eptn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের পক্ষে সোশ্যাল মিডিয়ায় আরবদের দৃঢ় সমর্থন, পাকিস্তানকে প্রক্সি সরকার আখ্যা
পরবর্তী নিবন্ধআইএস খাওয়ারেজদের ইমারতে ইসলামিয়ার কাছে হস্তান্তর অথবা বহিষ্কার করতে হবে: পাকিস্তানের উদ্দেশ্যে তালিবান মুখপাত্র