আইএস খাওয়ারেজদের ইমারতে ইসলামিয়ার কাছে হস্তান্তর অথবা বহিষ্কার করতে হবে: পাকিস্তানের উদ্দেশ্যে তালিবান মুখপাত্র

0
178
ফাইল ফটো: ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ।

সংবাদ সম্মেলনে ইমারতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, পাকিস্তানকে অবশ্যই আইএস খাওয়ারেজকে আফগানিস্তানের হাতে তুলে দিতে হবে, অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে হবে। পাক-আফগান সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতিতে ১২ অক্টোবর আফগান মিডিয়া ও তথ্যকেন্দ্র তিনি এই সব কথা বলেন।

তিনি পাকিস্তানকে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে পুনরায় আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, খাওয়ারেজ নেতাদের সবাই পাকিস্তান সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত অঞ্চলে আশ্রয়ে আছে।

এই নেতাদের তালিকা ইমারতে ইসলামিয়ার কাছে রয়েছে। এদেরকে আবশ্যিকভাবে ইমারতে ইসলামিয়ার নিকট হস্তান্তর অথবা দেশ থেকে বিতাড়িত করতে তিনি পাকিস্তানের প্রতি আহ্বান জানান। মুজাহিদ হাফিযাহুল্লাহ আরও উল্লেখ করেন, পাকিস্তান সেনাবাহিনীর নির্দেশে এই গোষ্ঠীটি ইরান, মস্কো ও আফগানিস্তানে অসংখ্য হামলা চালিয়েছে। যা আঞ্চলিক দেশগুলোতে উদ্বেগ সৃষ্টি করেছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yw42rdzx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের গোড়ালি বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধলক্ষ্মীপুরে অবৈধভাবে একত্রে বালু উত্তোলন করছে আ.লীগ ও বিএনপি নেতারা, ক্ষুব্ধ এলাকাবাসী