কাবুল প্রবেশে পাকিস্তান সরকারের প্রতিনিধিদলকে নিষেধাজ্ঞা

0
493

ইমারতে ইসলামিয়া সরকারের মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রতি কঠোর হুশিয়ারি ভাষায় বলেন, আফগান সার্বভৌমত্ব ও আকাশসীমা বারবার লঙ্ঘনের অভিযোগে কঠোর জবাব দেবে ইমারতে ইসলামিয়া।

এই সময় তিনি পাকিস্তান সরকারে উচ্চপদস্থ প্রতিনিধিদল কর্তৃক আফগানিস্তান সফরের অনুরোধ বাতিল করেছেন।

তিনি আরও বলেন, ডুরান্ড লাইন সংলগ্ন এবং সীমান্তবর্তী জেলাগুলোতে নিরাপত্তা পরিস্থিতি ইমারতে ইসলামিয়া প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। পাকিস্তানকে সতর্ক করে তিনি বলেন, আফগানিস্তানের বিরুদ্ধে নেতিবাচক পদক্ষেপ বন্ধ করতে হবে, অন্যথায় তাদের আরও গুরুতর ও অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে।


তথ্যসূত্র:
1. Islamic Emirate warns Pakistan over border incursions; Cancels Kabul visit
– https://tinyurl.com/4ums957r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে পাকিস্তানের প্রোপাগান্ডার খণ্ডন -(১)
পরবর্তী নিবন্ধপশ্চিম তীর থেকে ফিলিস্তিনি কৃষকদের ধরে নিয়ে গেল দখলদার সেনারা