
ফিলিস্তিনি আলোচিত সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি (২৮) গাজা সিটিতে বন্দুকধারীদের গুলিতে শহীদ হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত গাজা সিটির আল-সাবরা এলাকায় হামাস ও স্থানীয় ইসরায়েল সমর্থিত দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সালেহ গুলিবিদ্ধ হন।
প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, সালেহ আলজাফারাওয়ির দেহ একটি ট্রাকের পেছনে পড়ে আছে, তার গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট। আল-জাজিরার ফ্যাক্টচেকিং সংস্থা সানাদ ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ বছর বয়সী আলজাফারাওয়ি যুদ্ধের সময় উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হন। তিনি গাজার ভেতর থেকে যুদ্ধের খবর প্রচার করে ব্যাপক পরিচিতি পান এবং নিজের কাজের কারণে দখলদার ইসরায়েলের কাছ থেকে বহুবার হুমকি পেয়েছিলেন।
প্রসঙ্গত, হামাসের নিরাপত্তা বাহিনী ও ইসরায়েল সমর্থিত দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে দুগমুশ গোত্রের ১৯ সদস্য এবং হামাসের ৮ যোদ্ধা নিহত হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৭০ জনের বেশি গণমাধ্যমকর্মী গাজায় নিহত হয়েছেন। যা সাংবাদিকদের জন্য ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র:
1. Prominent Palestinian journalist Saleh Al-Jafarawi killed
– https://tinyurl.com/mwzzh3br


