সীমান্ত সংঘর্ষের পর আফগানিস্তানের সঙ্গে আলোচনা চায় পাকিস্তান

0
261

সাম্প্রতিক বছরগুলির মধ্যে সবচেয়ে মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং কূটনৈতিক পথ অনুসরণের আহ্বান জানিয়েছে। ভয়াবহ এই সংঘর্ষে পাকিস্তান বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত ১৩ অক্টোবর আরিয়ানা নিউজের প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে সংলাপ, কূটনীতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।’

তবে পাকিস্তান একইসঙ্গে দাবি করেছে যে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিজেদের ভূখণ্ড ও নাগরিকদের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে। অথচ, পাকিস্তান আফগান সীমান্ত এলাকায় নিয়মিত আক্রমণ ও আগ্রাসনের মাধ্যমে আফগান জনগণের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলেছে, এবং আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে, যার ফলস্বরূপ আফগান বাহিনী প্রতিশোধমূলক পাল্টা হামলা চালায় আত্মরক্ষার উদ্দেশ্যে।

গত ১২ অক্টোবর রাতে সংঘটিত রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের একদিন পর পাকিস্তান এই বিবৃতি দিয়েছে। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখলের পর এই সংঘর্ষকে দুই দেশের মধ্যে অন্যতম সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ হিসেবে মনে করা হচ্ছে। আফগানিস্তান নিশ্চিত করেছে যে, ওই সংঘর্ষে পাকিস্তানের ৫৮ জন সেনা প্রাণ হারিয়েছে এবং ৩০ জন সেনা আহত হয়েছে, যদিও পাকিস্তান সরকার এই সংখ্যাকে অনেক কম দেখিয়ে ২৩ জন সেনা নিহত হওয়ার দাবি করেছে।

অন্যদিকে পাকিস্তান সরকার সংঘর্ষে ২০০ আফগান সেনা নিহত ও ২১টি প্রতিকূল অবস্থানও সাময়িকভাবে দখল করা হয়েছে বলে দাবি করেছে, তবে পাকিস্তানের দাবির সত্যতা স্বীকার করেনি ইমারতে ইসলামিয়া আফগানিস্তান।

আফগান কর্মকর্তারা আরও জানিয়েছেন, সৌদি আরব ও কাতারের অনুরোধে তারা পাকিস্তানি পোস্টগুলোর ওপর হামলা বন্ধ করেছে।


তথ্যসূত্র:
1. Pakistan calls for dialogue with Afghanistan after deadly border clashes
– https://tinyurl.com/3z7ddmdm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধানের আফগানিস্তান সফরের অনুরোধ বাতিল করল ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধপ্রতিশোধমূলক যুদ্ধে আফগান সেনাদের বিজয়ে দেশজুড়ে আনন্দপ্রকাশ