
জামালপুরের সরিষাবাড়ীতে স্থানীয়দের অনুদানে চলা ধর্মীয় প্রতিষ্ঠানের ঈমামের নিকট চাঁদা না পেয়ে এক মাস যাবৎ মাদ্রাসা বন্ধের অভিযোগ উঠেছে এক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
গত (১৪ সেপ্টেম্বর) থেকে উপজেলার আওনা ইউনিয়নের স্থল হাজীবাড়ি জামে মসজিদ হেফজ ও এতিমখানায় এ চাঁদা দাবির ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, দাবি করা ৩০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেওয়ায় প্রায় ২০ শিক্ষার্থীর ধর্মীয় পড়াশোনা বন্ধ রয়েছে। উপজেলার আওনা ইউনিয়নের স্থল হাজীবাড়ি জামে মসজিদ হেফজ ও এতিমখানার ঈমাম হাসান আলীর কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে একই গ্রামের আবু ইসলাম সাদ্দাম নামের এক ব্যক্তি। ইমাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে মাদ্রাসার বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ করে দেয়, ফলে প্রায় ২০ শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যায়।
মসজিদের ঈমাম হাসান আলী মোবাইল ফোনে সাংবাদিকদের বলেছেন, ‘আমার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছিল। পরে ভয়ে মাদ্রাসা ছেড়ে আত্মগোপনে যেতে বাধ্য হয়েছি।’
তথ্যসূত্র:
১. ছাত্রলীগ নেতাকে চাঁদা না দেয়ায় এক মাস বন্ধ মাদ্রাসা
– https://tinyurl.com/49vk5h8j


