
সম্প্রতি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ চলাকালীন পাকিস্তানে অবস্থানরত আফগান শরণার্থীদের ওপর দমন-পীড়ন তীব্র করেছে পাক সরকার। পুলিশি হয়রানি, গ্রেপ্তার ও উচ্ছেদের ঘটনা আগের থেকে বেড়েছে বলে অভিযোগ করেছেন আফগান শরণার্থীরা। এর ফলে হাজার হাজার বাস্তুচ্যুত পরিবারের মধ্যে ভয় ও অনিশ্চয়তা আরও বাড়ছে।
১৫ অক্টোবর আফগান গণমাধ্যম খামা প্রেস জানিয়েছে, সীমান্ত উত্তেজনার পর ইসলামাবাদ ও পাকিস্তানি কর্তৃপক্ষ বাড়িওয়ালাদের নির্দেশ দিয়েছে যেন বৈধ ভিসা ছাড়া আফগানদের বাড়ি ভাড়া না দেয়া হয়।
রাওয়ালপিন্ডিতে পরিবারের সঙ্গে বসবাসকারী প্রাক্তন আফগান সেনা কর্মকর্তা রহিমুল্লাহ রেডিও আজাদীকে বলেন, ‘সীমান্ত সংঘর্ষের পর জীবন ক্রমশ কঠিন হয়ে উঠেছে। গত রাতে আমার বাড়িওয়ালা আমাকে ভিসা না থাকায় বাড়ি ছেড়ে দিতে বলেছে। পুলিশ টহল বৃদ্ধি পেয়েছে, আর বাড়িওয়ালারা সর্বত্র আফগানদের জোর করে বের করে দিচ্ছে।’
কোয়েটা থেকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পাকিস্তানি পুলিশ আফগান অভিবাসীদের ধরতে ট্রাক মোতায়েন করছে। হাজারা টাউনের বাসিন্দারা জানিয়েছেন, পুলিশ ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে, দোকান ও বাড়িঘর তল্লাশি করছে এবং কাগজপত্র ছাড়া লোকদের আটক করছে।
কোয়েটার বাসিন্দা তাইয়েবা হুসেইনি বলেন, ‘পরিস্থিতি অনলাইনে যা দেখা যাচ্ছে তার চেয়েও খারাপ। রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, আর অনথিভুক্ত আফগান বলে যে কাউকে সন্দেহ করা হচ্ছে, তাদের আটক করা হচ্ছে।’
আফগান শরণার্থীরা পাকিস্তান সরকার এবং জাতিসংঘের কাছে চাপ বন্ধ করে তাদের ভিসার মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে। অনেকেই বলছেন যে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তাদের নির্বাসন বা আটকের আশঙ্কা রয়েছে।
কাবুল ও পাকতিকা প্রদেশে সীমান্ত সংঘর্ষ এবং পাকিস্তানি বিমান হামলার পর এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসলামাবাদ সতর্ক করেছে যে, দেশে অবৈধভাবে বসবাসরত আফগান শরণার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছে, ‘আফগানিস্তানের পরিস্থিতি বদলে গেছে। আফগান শরণার্থীদের পাকিস্তানে অবস্থান অবশ্যই শেষ করতে হবে।’ গত সপ্তাহে জারি করা একটি সরকারি নির্দেশে দশটি আফগান শরণার্থী শিবির বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছে, এবং সম্পদ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র:
1. Afghan Refugees in Pakistan Report Rising Police Abuse and Arrests After Border Tensions
– https://tinyurl.com/ymkkt8y2


