ওরাকজাই এজেন্সিতে ইত্তেহাদুল মুজাহিদিনের পাল্টা আক্রমণে অন্তত ৯ সৈন্য নিহত, আহত ৬ এরও অধিক

0
173

পাকিস্তানের ওরাকজাই এজেন্সিতে ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের (আইএমপি) রাত্রিকালীন বিশেষ এক অপারেশনে শত্রু সেনাবাহিনীর অন্তত ১৫ সৈন্য হতাহত। এই অভিযানে মুজাহিদদের হাতে আটক ও নিখোঁজ হয়েছে আরও ৭ সৈন্য।

প্রতিরোধ বাহিনী আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান হাফিযাহুল্লাহ কর্তৃক প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ১৫ অক্টোবর বুধবার, রাত ১১:৪৫ মিনিটের সময়, মুজাহিদিনরা ওরাকজাই এজেন্সির মামুজাই এলাকায় অবস্থিত শত্রু সেনাবাহিনীর একটি সামরিক পোস্ট লক্ষ্য করে অতর্কিত পাল্টা আক্রমণ শুরু করেন। এসময় মুজাহিদিনরা হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে পোস্টে থাকা সৈন্যদের হামলার সফল লক্ষ্যবস্তুতে পরিণত করেন।

মুজাহিদদের তীব্র এই আক্রমণের ফলে শত্রু সেনাবাহিনীর অন্তত ৯ সৈন্য নিহত এবং আরও এক ডজনেরও বেশি সৈন্য আহত হয়েছে। মুজাহিদদের এই অভিযানে আহত সৈন্যদের মধ্যে ৬ সদস্যের পরিচয় সনাক্ত করেছে প্রতিরোধ বাহিনী আইএমপি। দলটির মুখপাত্র আরও নিশ্চিত করেছেন যে, অভিযানের সময় মুজাহিদিনরা এক সৈন্যকে জীবিত অবস্থায় আটক করতে সক্ষম হয়েছেন। এছাড়াও এই অভিযানের সময় মুজাহিদদের হামলা থেকে জীবন নিয়ে বাঁচার ইচ্ছায় পলায়নকারী ৫ সৈন্য নিখোঁজ হয়েছে। পরবর্তীতে নিখোঁজ ৫ সেনা সদস্যের পরিচয় নিশ্চিত করেছে আইএমপি। ধারণা করা হচ্ছে, এই সৈন্যরাও মুজাহিদদের হাতে বন্দী হয়েছে।

প্রতিরোধ বাহিনী আইএমপি মুখপাত্র আরও জানান, অভিযান শেষে মুজাহিদিনরা সম্পূর্ণরূপে সামরিক পোস্টটির নিয়ন্ত্রণ নিয়েছেন। এসময় মুজাহিদিনরা ঘটনাস্থল থেকে ১টি ধাশকা স্নাইপার, ১টি এমজি-১, ১টি গারফি মর্টার, ৪টি ক্লাশিনকোভ, ১টি কোয়াডকপ্টার ড্রোন, ১টি জ্যামার এবং অন্যান্য মূল্যবান সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেছেন। বিপরীতে তীব্র এই যুদ্ধের সময় একজন মুজাহিদও শাহাদাত বরণ করেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/8c5pn677

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপিটিয়ে হত্যা করা ২ দিন পর ৩ বাংলাদেশিকে ফেরত দিল ভারত
পরবর্তী নিবন্ধকৃষিপণ্য সংরক্ষণের জন্য পাকতিকা প্রদেশে স্থাপিত হচ্ছে ৬০০ টন সক্ষমতার অত্যাধুনিক হিমাগার