যুদ্ধবিরতি ভঙ্গ করে পাকিস্তানের হামলা: আফগানিস্তানের পাকতিকা প্রদেশে দুই শিশুসহ ৬জন বেসামরিক শহীদ

0
242

পাকিস্তান যুদ্ধবিরতি ভঙ্গ করে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল ও ঊরগুনে বেসামরিক বাড়ি লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে।

আফগানিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম টোলোনিউজ ১৭ অক্টোবর, রাত ১১টায় জানিয়েছে, পাকিস্তানি সামরিক বাহিনী কিছুক্ষণ আগে পাকতিকা প্রদেশের আরগুন এবং বারমাল জেলায় আবারও বিমান হামলা চালিয়েছে।

সূত্র অনুসারে, এই হামলাগুলি আবাসিক বাড়িগুলিকে লক্ষ্য করে করা হয়েছে। সূত্রগুলো টোলোনিউজকে জানিয়েছে যে, পাকতিকা প্রদেশের আরগুন এবং বারমাল জেলায় কিছুক্ষণ আগে চালানো পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলার ফলে ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

সূত্রমতে, শহীদদের মধ্যে দুই শিশু এবং আহতদের মধ্যে ছয়জন মহিলা এবং একজন শিশু রয়েছে।

ইমারতে ইসলামিয়া এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি সম্প্রতি দোহা আলোচনার শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে, এরই মধ্যে এই বর্বর হামলার ঘটনাটি ঘটল।


তথ্যসূত্র:
1. Sources told TOLOnews that the Pakistani military regime has once again conducted airstrikes
– https://tinyurl.com/2auzfysc
2. The Pakistani army has violated the ceasefire.
– https://tinyurl.com/zwambmja

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৪০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা: আত্মরক্ষায় দৃঢ় বার্তা দিল আফগানিস্তান
পরবর্তী নিবন্ধগাজীপুরে হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মাদ্রাসাছাত্রী গণধর্ষণের প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের মানববন্ধন